ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। বাংলা পেতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত ট্রেন। বৃহস্পতিবার ভার্চুয়ালি পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে ভ্রমণপ্রিয় বাঙালিদের উৎসাহের অন্ত নেই। বাঙালির বেড়ানোর তালিকায় অন্যতম প্রথম পছন্দ ওড়িশার পুরী। এবার সেই পুরীতেই বন্দে ভারতে চড়ে মধুর সফর উপভোগ করতে মুখিয়ে রাজ্যবাসী। তবে বৃহস্পতিবার ট্রেনটির উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা এদিন থেকেই শুরু হচ্ছে না।
রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পর আগামী ২০ মে থেকে ট্রেনটি পুরোদমে যাত্রী পরিষেবা শুরু করে দেবে। পুরী থেকে ছেড়ে ট্রেনটি খুড়দা, কটক, যাজপুর, ভদ্রক, বালাসোর হয়ে এরাজ্যে ঢুকবে। ট্রেনটি হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে পুরীর উদ্দেশে ছাড়বে।
রেলের এক সিনিয়ার আধিকারিক জানিয়েছেন, ‘ট্রেনটি হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে পুরীর উদ্দেশে ছাড়বে। সাড়ে ১২ টা নাগাদ পুরী পৌঁছাবে। ফেরার সময় ট্রেনটি পুরী থেকে ছাড়বে দুপুর ১টায়। জগন্নাথ ধামের তীর্থযাত্রীরা আরামে দুপুরের মধ্যে পৌঁছাতে পারেন, সময়মতো তাদের হোটেলে ভালভাবে চেক-ইন করতে পারবেন’। ভারতীয় রেলওয়ে ইতিমধ্যেই স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যে ভারত জুড়ে ৭৫টি শহরে বন্দে ভারত চালুর পদক্ষেপ নিয়েছে।
মুম্বই থেকে গোয়া প্রায় ছয় ঘণ্টা, রাঁচি থেকে পাটনা, গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি, এবং দিল্লি থেকে দেরাদুন প্রায় চার ঘণ্টা, এবং হাওড়া-পুরী মাত্র সাড়ে ৬ ঘন্টা। বন্দে ভারত এক্সপ্রেসের লক্ষ্য আগামী দিনে সমস্ত রাজ্যকে স্পর্শ করা। এখনও পর্যন্ত, ১৬-কোচের আধা-হাই-স্পিড বন্দে ভারত ট্রেন গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাবের মতো রাজ্যগুলিকে স্পর্শ করেছে।
অনান্য রাজ্যেও শীঘ্রই চালু হতে চলেছে বন্দে ভারত ট্রেন। বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ওডিশার পেতে চলেছে রাজ্যের প্রথম এবং ভারত পেতে চলেছে ১৭ তম বন্দে ভারত ট্রেন। চার থেকে আট ঘণ্টার যাত্রায় চলেব বন্দে ভারত আধা হাই স্পিড ট্রেন।
অন্যদিকে যে রুটগুলি পৌঁছাতে তিন-চার ঘণ্টার কম সময় লাগবে সেখানে চলবে বন্দে ভারতের মিনি সংস্করণ। রেল সূত্রে খবর তিন থেকে চার ঘণ্টার যাত্রায় আগামী দিনে বন্দে মেট্রো ছুটবে আগামী কয়েকদিনের মধ্যে। সরকার গত বছর আগামী তিন বছরে ৪০০টি বন্দে ভারত চালুর পরিকল্পনা রেখেছে। ইতিমধ্যেই সেই লক্ষ্যপূরণে এগিয়ে চলেছে কেন্দ্র।
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে ১৬টি কামরা। সাধারণ এবং এগজিকিউটিভ ক্লাস- এই দু’টি শ্রেণি থাকবে। চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১,২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসে ভাড়া ২,৪২০ টাকা। এই দুই স্তরের ভাড়াতেই খাবারের দাম ধরা আছে। তবে খাবার না নিলে চেয়ার কারে খরচ পড়বে ১,১৬০ টাকা এবং এগজিকিউটিভ ক্লাসে ২,২৮০ টাকা।