Advertisment

'রামপথ' নির্মাণে বাধা ১৮ শতকের মসজিদ! ভেঙে ফেলার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল

মসজিদ কমিটি এহেন আদেশ মানতে নারাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayodhya mosque, Ayodhya mosque faces minaret demolition, ayodhya, Uttar Pradesh Public Works Department, Indian Express, India news, current affairs"

আঠারো শতকের মসজিদের একাংশ ভেঙে ফেলার বিষয়টি ইতিমধ্যে আদালতে পৌঁছেছে। গুড্ডি বাজারে অবস্থিত 'খেজুর ওয়ালী মসজিদ'-এর মিনার 'রামপথ'-এর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ৬ লেনের সড়ক নির্মাণে বাধা হয়ে দাঁড়ালে মিনার ভেঙে ফেলার নির্দেশ জারি করা হয়েছে প্রশাসনের তরফে।

Advertisment

মসজিদ কমিটি অযোধ্যা প্রশাসনের বিরুদ্ধে মিনার ভাঙার জন্য চাপ দেওয়ার অভিযোগ সামনে এনেছে যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত সড়ক প্রশস্তকরণেমসজিদ অক্ষত রাখতে বিম তৈরি ও মিনার অপসারণ করতে মসজিদ কমিটিকে এক মাস সময় দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশকে এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে মসজিদ কমিটি।

মসজিদ কমিটি এহেন আদেশ মানতে নারাজ। এলাহাবাদ হাইকোর্টে এই মর্মে একটি মামলায় দায়ের করা হয়েছে। প্রথম শুনানি হয় ৩ মার্চ। এরপর আদালত শিয়া ওয়াকফ বোর্ড, অযোধ্যার জেলাশাসক এবং পিডব্লিউডি-র কাছে এই মর্মে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে।

মসজিদের তত্ত্বাবধায়ক পারভেজ হুসেন মঙ্গলবার অভিযোগ করেন যে প্রশাসন মসজিদের একটি অংশ ভেঙে ফেলার জন্য চাপ দিচ্ছে। তিনি বলেছিলেন যে মসজিদটি শিয়া ওয়াকফ বোর্ডে নিবন্ধিত। মসজিদ কমিটি জানায় ১৭৫০ সালে মসজিদটি নির্মিত হয় যা এক ঐতিহাসিক নির্দশন।

Ayodhya
Advertisment