/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-278.jpg)
জেলের মধ্যে হাতাহাতি…! পঞ্জাবের জনপ্রিয় গায়ক- রাজনীতিবিদ সিধু মুসেওয়ালা খুনে যুক্ত দুই গ্যাংস্টারের মৃত্যু। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক আসামী। রবিবার পাঞ্জাবের তারন তারান জেলার গোইনডোয়াল সাহিব জেলেই গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের অভিযোগে জড়িত একই গ্যাংয়ের তিন সদস্য'র মধ্যে মারামারি ঘটনা ঘটে, জেল কর্তৃপক্ষ এসে পরিস্থিতি সামাল দেওয়ার আগেই রক্তাক্ত সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন এক জন। নিহত দুই গ্যাংস্টারের নাম মনদীপ তুফান ও মনমোহন সিং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুই গ্যাংস্টার একই দলের সদস্য। নানান অপরাধমূলক ঘটনার সঙ্গে তিনজনেই জড়িত ছিলেন। সিনিয়র পুলিশ সুপার গুরুমিত সিং চৌহানকে উল্লেখ করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সিধু মুসেওয়ালাকে হত্যার ঘটনা ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে নানান অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার রেকর্ড রয়েছে। হাতাহাতিতে এক বন্দি গুরুতর আহত হন। ডিএসপি জসপাল সিং বলেছেন যে, গোইনডোয়াল সাহিব জেলে আসামীদের মধ্যে লড়াইয়ের ঘটনায় মনদীপ তুফান ও মনমোহন সিং নিহত হয়েছে। রবিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটে।
গত বছর কংগ্রেসের টিকিটে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা গায়ককে মানসার কাছে তাঁকে গুলি করে খুন করা হয়। তাঁর দেহে ১০টি বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে জওহরকে গ্রামের এক মন্দিরের কাছে। তাঁকে অনুগামীরা মানসা সিভিল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসকরা গায়ক-রাজনীতিবিদকে মৃত বলে ঘোষণা করেন।