Advertisment

UP Murder: দুই শিশুকে নৃশংস হত্যা! অভিযুক্ত নাপিতকে এনকাউন্টারে মারল পুলিশ

UP Double Murder News: নৃংশস হত্যাকাণ্ড যোগীরাজ্য উত্তরপ্রদেশে। যার জেরে উত্তরপ্রদেশের বদায়ুঁ এলাকায় মঙ্গলবার রাত থেকে উত্তেজনা। এক নাপিত নৃশংস ভাবে খুন করল দুই শিশুকে। ঘটনার পর পরই অভিযুক্ত নাপিত সাজিদকে এনকাউন্টারে মারল উত্তরপ্রদেশ পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Badaun murder, UP murder, UP double murder, Badaun double murder

UP Murder: অভিযুক্ত সাজিদের দোকানে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা

Badaun Double Murder: নৃশংস হত্যাকাণ্ড যোগীরাজ্য উত্তরপ্রদেশে। যার জেরে উত্তরপ্রদেশের বদায়ুঁ এলাকায় মঙ্গলবার রাত থেকে উত্তেজনা। এক নাপিত নৃশংস ভাবে খুন করল দুই শিশুকে। ঘটনার পর পরই অভিযুক্ত নাপিত সাজিদকে এনকাউন্টারে মারল উত্তরপ্রদেশ পুলিশ।

Advertisment

জানা গিয়েছে, বদায়ুঁর সিভিল লাইন পুলিশ এলাকার বাবা কলোনিতে দোকান ছিল সাজিদের। সেই এলাকারই বাসিন্দা বিনোদ সিং একজন কন্ট্রাক্টর। তাঁর স্ত্রী সঙ্গীতার একটি বিউটি পার্লার রয়েছে। মঙ্গলবার সন্ধেয় পৌনে আটটা নাগাদ বিনোদের বাড়িতে যায় সাজিদ। পুলিশ জানিয়েছে, সেইসময় বিনোদ বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী বিউটি পার্লারে ছিলেন। দুই শিশু আয়ুশ এবং হানি তখন ঠাকুমার সঙ্গে বাড়িতে ছিল।

পুলিশের বক্তব্য, বিনোদের মা চা বানাতে গিয়েছিলেন। সেইসময় বাড়ির তিনতলায় ওঠে সাজিদ এবং একটি ধারালো অস্ত্র দিয়ে আয়ুশ এবং হানিকে খুন করে। আরেক শিশু পীযুষ সেইসময় ঘরেই ছিল। দুই শিশুর গলার নলি কেটে দেয় সাজিদ। পীযূষেরও আঘাত লাগে। কোনওরকমে সে ঘর থেকে পালায়। বাড়ির লোকজনের চিৎকারে পালিয়ে যায় সাজিদ।

আরও পড়ুন India slams China: ভারতের থেকে অরুণাচল ছিনিয়ে নেওয়ার ফন্দি চিনের, কড়া অবস্থান মোদী সরকারের

রাত ১০টা নাগাদ, ঘটনাস্থল থেকে ৭ কিমি দূরে শেখুপুর এলাকায় পুলিশ গুলি করে মারে সাজিদকে। দুই শিশুর মৃত্যুর পর সাজিদের দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, সাজিদ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাকে পাল্টা এনকাউন্টারে নিকেশ করা হয়।

বরেলি রেঞ্জের আইজি রাকেশ সিং বলেছেন, খুনের নেপথ্যে কারণ এখনও পরিষ্কার নয়। তবে দুই শিশুর মায়ের বিউটি পার্লার এবং ব্যবসায়ীক রেষারেষির কারণে এই খুন হতে পারে।

yogi adityanath uttar pradesh UP Police
Advertisment