Advertisment

মাদ্রাসায় দুই শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বাচ্চারা পালিয়ে যেতে না পারে তার জন্য ‘কঠিন শাস্তি’ মাদ্রাসার এক শিক্ষকের।

author-image
IE Bangla Web Desk
New Update
2 boys kept in chains at madrasa

বাচ্চারা পালিয়ে যেতে না পারে তার জন্য ‘কঠিন শাস্তি’ দিল মাদ্রাসার এক শিক্ষক।

পড়াশুনা না করার অজুহাতে আগেও বেশ কয়েক বার স্কুল থেকে পালিয়ে গিয়েছিল। এবার তাই বাচ্চারা পালিয়ে যেতে না পারে তার জন্য ‘কঠিন শাস্তি’ দিল মাদ্রাসার এক শিক্ষক। দুটি বাচ্চার পা শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে মাদ্রাসার ওই শিক্ষকরে বিরুদ্ধে।লখনউয়ের এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় দেশ জুড়ে।

Advertisment

কয়েকদিন আগেই এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় এলাকায়। পরে পুলিশ এসে দুই শিশুকে বাঁধন মুক্ত করে। এদিকে এই ঘটার পরিপ্রেক্ষিপ্তে পুলিশ ওই শিক্ষককে আটক করে। যদিও শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে অস্বীকার করেছে শিশুর পরিবার।

পুলিশ জানিয়েছে এর আগেও পড়াশুনা না করতে চেয়ে বেশ কয়েকবার ওই দুই শিশু পালিয়ে গিয়েছিল তাই তাদের শায়েস্তা করতেই ওই শিক্ষক এই পদ্ধতি নিয়েছেন। আর ঠিক সেই কারণেই দুই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে অস্বীকার করা হয়। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন।

Lucknow Madrasa Students
Advertisment