/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/amritsar-encounter.jpg)
এনকাউন্টারের পর পুলিশি ঘেরাটোপ।
অমৃতসরে ফের গুলির লড়াই। পুলিশের এনকাউন্টারে নিহত দুই গ্যাংস্টার। মৃত দু'জনেই পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যায় অভিযুক্ত। নিগতদের একজনের নাম জগরূপ সিং রূপা। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।
অমৃতসরেরে কাছে ভাকনা জেলায় এদিনের এনকাউন্টারের ঘটনা ঘটেছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয়দেরও বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে।
Two sharpshooters allegedly involved in the killing of Punjabi singer Sidhu Moosewala, killed in an encounter with @PunjabPoliceInd at Bhakna village in Amritsar district, Wednesday. Express videos: @RanaSimranji@IndianExpresspic.twitter.com/J2cjdWRi6g
— Express Punjab (@iepunjab) July 20, 2022
গত ১৯ মে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যু হয়। সেই হত্যার অন্যতম চক্রী লরেন্স বিষ্ণোইকে ইতিমধ্যেই দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টর নির্দেশে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। তদন্তকারীদের অনুমান, আরও লরেন্স আরেক সঙ্গীর সঙ্গে পরিকল্পনা করেই সিধুকে হত্যা করেছিল।
READ: 2 gangsters involved in Moosewala murder killed in encounter in Amritsarhttps://t.co/gwjzJAokpg
— Express Punjab (@iepunjab) July 20, 2022
এদিকে দু'দিন আগেই নিহত পঞ্জাবি গায়কের ম্যানেজার শগনপ্রিত সিংয়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছে হরিয়ানা হাই কোর্ট। শিরমণি আকালি দলের তরুণ নেতা ভিকি মিদ্দুখেরার হত্যার ঘটনায় শগনপ্রিত সিং জড়িত বলে অভিযোগ। আপাতত সে অস্ট্রেলিয়ায় আত্মগোপন করে রয়েছে বলে খবর। সেখান থেকেই আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানায় সে।