বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয় প্রশক্ষিণরত পাইলটের। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় দুই ভারতীয় পাইলটের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। কী ভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সে দেশের প্রশাসন।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শনিবার একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ ভারতীয় প্রশিক্ষণরত পাইলটের। দুর্ঘটনায় নিহত দুই পাইলটের নাম হল অভয় গডরু এবং যশ বিজয় রামুগড়ে এবং তারা দুজনেই মুম্বইয়ের বাসিন্দা।
কানাডার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হালকা টুইন-ইঞ্জিনের বিমানটি চিলিওয়াক শহরে গাছে ধাক্কা লেগে ঝোপের মধ্যে ভেঙে পড়ে। এই ঘটনায় ভারতীয় নাগরিক ছাড়াও আরও একজন পাইলটের মৃত্যু হয়েছে।
ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে ব্রিটিশ কলাম্বিয়ার চিলিওয়াক শহরে একটি ছোট বিমান ভেঙে পড়ে। এতে পাইলট এবং বিমানে থাকা সকলেই নিহত হন। নিহতদের মধ্যে তৃতীয় ব্যক্তি ছিলেন সার্জেন্ট। একইসঙ্গে দুর্ঘটনার বিষয়ে নিহতদের পরিবারকে জানানো হয়েছে বলেই জানিয়েছে সেদেশের প্রশাসন। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে যে তারা তদন্তকারীদলকে দুর্ঘটনাস্থলে পা্ঠিয়েছে ।