Advertisment

Mumbai-Howrah Mail derailed: ফের ট্রেন দুর্ঘটনা! ঝাড়খণ্ডে বেলাইন মুম্বই মেলের ১৮টি কোচ, নিহত ২-আহত বহু

Mumbai-Howrah Mail derailed: ফের বড়সড় রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বই-হাওড়া মেলের প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হওয়ার পরে কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Howrah-CSMT Mumbai Mail derailed

Howrah-CSMT Mumbai Mail derailed: ফের বড়সড় রেল দুর্ঘটনা।

Mumbai-Howrah Mail derailed: ফের বড়সড় রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোর পৌনে চারটের দিকে ঝাড়খণ্ডে মুম্বই-হাওড়া মেলের ২২টি বগি লাইনচ্যুত হওয়ার পরে দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন, রেল আধিকারিকরা জানিয়েছেন।

Advertisment

ঘটনাটি ঘটে সরাইকেলা-খারসাওয়ান জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাটোবেরা গ্রামে, যখন একটি কোচ আরেকটিকে ধাক্কা দেয়। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের ধাক্কায় কোচের একটি অংশ বিধ্বস্ত হয়।

সূত্র জানিয়েছে যে রেলের আধিকারিকরা চক্রধরপুর বিভাগের অধীনে লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধান করছেন। “কোনও সংঘর্ষ হয়নি। তবে, একটি অপারেশনাল ত্রুটি বা ট্র্যাক, চাকার কিছু যান্ত্রিক ত্রুটির কারণে লাইনচ্যুত হতে পারে। সমস্ত সম্ভাব্য কারণ তদন্ত করা হচ্ছে,” অন্য একটি সূত্র জানিয়েছে।

দক্ষিণ পূর্ব রেলওয়ের (এসইআর) চক্রধরপুর ডিভিশনের রাজখরসওয়ান ওয়েস্ট আউটার এবং বারাবাম্বুর মধ্যে বারাবাম্বুর কাছে ভোর পৌনে চারটেয় দুর্ঘটনাটি ঘটে।

২২-বগির ১২৮১০ মুম্বই-হাওড়া মেল (Mumbai-Howrah Mail derailed) নাগপুর হয়ে বারাবাম্বুর কাছে লাইনচ্যুত হয়। এর মধ্যে ১৬টি যাত্রীবাহী কোচ, একটি পাওয়ার কার এবং একটি প্যান্ট্রি কার ছিল, দক্ষিণ-পূর্ব রেলের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

আহত যাত্রীদের আরও চিকিৎসার জন্য চক্রধরপুর নিয়ে যাওয়ার আগে বারাবাম্বুতে চিকিৎসা করা হয়।

মঙ্গলবার সকালে কাছাকাছি একটি মালগাড়ির লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে, তবে দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র ওম প্রকাশ চরণ বলেছেন যে, দুটি দুর্ঘটনা একই সঙ্গে ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন যে, B-4 কোচ যেখানে মৃত দুজনেই আটকা পড়েছেন, সেটিকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) আধিকারিকদের সাহায্যে কাটা হচ্ছে অন্য কোনও হতাহতের ব্যক্তি আটকা পড়েছে কিনা তা দেখতে।

“চিকিৎসা দল এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) সাইটে তাদের কাজ করছে। মৃতরা যখন কোচের ওয়াশরুমে ছিল তখন তাঁরা আটকা পড়েছিল।” সূত্রটি জানিয়েছে।

হেল্পলাইন নম্বর চালু করল দক্ষিণ-পূর্ব রেল

রেলের তরফে হেল্পলাইন, হেল্পলাইন নম্বরগুলি হল মুম্বইয়ের জন্য 022-22694040, ভুসাওয়ালের জন্য 08799982712, নাগপুরের জন্য 7757912790, টাটানগরের জন্য 0657-2290324, চক্রধরপুরের জন্য 06587-238072, 0626012-4260 রাউরকেলার এবং ঝাড়সুগুড়ার জন্য 06645-272530, দক্ষিণ-পূর্ব জানিয়েছে একটি বিবৃতি।

আরও পড়ুন ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃত্যুমিছিল, ১৯টি দেহ উদ্ধার, এখনও আটকে বহু মানুষ

হাওড়ার জন্য হেল্পলাইন নম্বর হল 9433357920 এবং 033-26382217, এবং শালিমারের জন্য হল 7595074427 এবং 6295531471 এবং খড়গপুরের জন্য হল 03222-293764।

রেল দুর্ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'প্রত্যেক সপ্তাহেই দুঃস্বপ্নের মতো রেল দুর্ঘটনা হচ্ছে। প্রশাসন কোথায়? আর কতদিন এসব সহ্য করব? সরকারের এই গাফিলতি আর কতদিন চলবে?'

৫টি ট্রেন বাতিল, ৪টি ট্রেনের গন্তব্য কমানো হয়েছে

ঝাড়খণ্ডে মুম্বই-হাওড়া মেল লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় ৫টি ট্রেন বাতিল করা হয়েছে এবং আরও চারটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্তকরা হয়েছে, দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে।

মঙ্গলবার বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া-তিতলাগড়-কান্তবাজি এক্সপ্রেস, খড়গপুর-ধানবাদ এক্সপ্রেস, হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, টাটানগর-ইটওয়ারি এক্সপ্রেস এবং শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস।

Howrah Indian Railways Train Accident
Advertisment