Advertisment

চরম পদক্ষেপ ২ NEET পরীক্ষার্থীর, চলতি বছর মৃত্যুর পরিসংখ্যান চমকে দেবে

এবিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ

author-image
IE Bangla Web Desk
New Update
"Kota student suicide, Kota student suicide cases, Kota student suicides, Rajasthan Kota student suicide, Rajasthan Kota, Rajasthan student suicide cases, Kota latest news, Rajasthan latest news, Kota students, student suicide cases in Kota

প্রতীকী ছবি

২ NEET পরীক্ষার্থীর চরম পদক্ষেপ। পরীক্ষা দেওয়ার কয়েক ঘণ্টা পরে আত্মহত্যা। রবিবার রাজস্থানের কোটায় আত্মহত্যা করে আবিষ্কর কাসলে এবং আদর্শ রাজ নামে দুই NEET পরীক্ষার্থী। চলতি বছর এই দুজনের মৃত্যুর পর সংখ্যাটা ২৩- এ পৌঁছেছে। যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ।

Advertisment

মিডিয়া রিপোর্ট অনুসারে, আবিষ্কর কোচিং ইনস্টিটিউটের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ইনস্টিটিউটের কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এই ঘটনা ঘটে গতকাল বিকেল ৩.৩৫ মিনিটে।

এর কিছু সময় পর বিহারের আদর্শ রাজ, যিনি সন্ধ্যা ৭ টা নাগাদ তার ভাড়া করা ফ্ল্যাটে আত্মহত্যা করেন।ঞ্জানা গিয়েছে ২ জনেই পরীক্ষা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই চরম পথ বেছে নেন। পুলিশ সূত্রে খবর, পরীক্ষায় কম নম্বর পাওয়ার ভয়েই চরম পদক্ষেপ নিয়েছেন ২ NEET পরীক্ষার্থী।

দ্বাদশ শ্রেণির ছাত্র, আবিষ্কর তিন বছর ধরে শহরে NEET UG-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। জানা গিয়েছে মৃত পড়ুয়ার বাবা-মা তার বাবা-মা দুজনেই মহারাষ্ট্রের সরকারি স্কুলের শিক্ষক। তালওয়ান্দি এলাকায় তার দিদিমার সঙ্গে একটি বাড়ি ভাড়া করে ছিলেন তিনি। ঘটনার বিষয়ে মন্তব্য করে, এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেনম আবিষ্কর কোচিং ইনস্টিটিউটের ষষ্ঠ তলা থেকে পড়ে মারা গিয়েছেন।

অপর দিকে আদর্শও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ছাত্রদের কাছ থেকে মেলেনি কোনও সুইসাইড নোট । এবিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ এবং সোমবার উভয় ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

কোচিং হাবে গত বছর ১৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করে মারা যায়, যেখানে সারাদেশের প্রায় ৩ লাখ শিক্ষার্থী বর্তমানে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।

NEET-UG
Advertisment