Advertisment

অমিত শাহর সামনে সিএএ-বিরোধী ব্যানার, বাড়ি থেকে উচ্ছেদ দুই মহিলা

"আমার ফ্ল্যাটমেট এবং আমি আমাদের ব্যালকনি থেকে ব্যানার ঝুলিয়ে দিই, ঠিক যে সময় শাহের নেতৃত্বে মিছিলটি আমাদের গলির মধ্যে দিয়ে যাচ্ছিল।"

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah caa rally

ব্যালকনিতে ঝুলছে সেই ব্যানার। ছবি: প্রেমনাথ পাণ্ডে, ইন্ডিয়ান এক্সপ্রেস

গত রবিবার দিল্লির লাজপত নগর এলাকায় জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনসভা চলাকালীন নিজেদের ভাড়াবাড়ির বারান্দা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী একটি ব্যানার প্রদর্শন করেন এলাকার দুই মহিলা। এই ঘটনার জেরে তাঁদের সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে বলে জানা যাচ্ছে, এবং দুজনের মধ্যে একজন দাবি করেছেন, তাঁদের প্রতিবাদের ফলে বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করে একদল লোক।

Advertisment

এক বিবৃতিতে সূর্য রাজাপ্পন নামক ওই মহিলা লিখেছেন, "সিএএ-র সমর্থনে শাহর সমাবেশের কথা জানতে পেরে আমরা আমাদের প্রতিবাদ জানানোর সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি। একজন সাধারণ নাগরিক হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্রতিবাদ জানানোর আদর্শ সুযোগ ছিল আমার কাছে। যদি আমি তা না করতাম, তবে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যেতাম।

আরও পড়ুন: ত্রিপুরায় গ্রেফতার ২০০ আদিবাসী সিএএ প্রতিবাদী

"আমার ফ্ল্যাটমেট এবং আমি আমাদের ব্যালকনি থেকে ব্যানার ঝুলিয়ে দিই, ঠিক যে সময় শাহের নেতৃত্বে মিছিলটি আমাদের গলির মধ্যে দিয়ে যাচ্ছিল। ব্যানারে লেখা ছিল: 'Shame; CAA and NRC, crossed out; Jai Hind; Aazadi, #NotInMyName'। আমরা সচেতনভাবেই কোনোরকম অপমানজনক শব্দ বা শব্দবন্ধ ব্যবহার করিনি।

"আমাদের প্রতিবাদ নজরে পড়ায় মিছিলকারীদের মধ্যে দৃশ্যতই রাগ এবং বিক্ষোভ ছড়াতে থাকে, এবং তারা আমাদের ভয় দেখাতে এবং হেনস্থা করার উদ্দেশ্যে অপমানজনক এবং নারীবিরোধী মন্তব্য করতে থাকে। প্রায় ১৫০ লোকের একটি দল আমাদের বাড়ির সামনে রাস্তায় জড়ো হয়। ব্যানার ছিঁড়ে ফেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একদল লোক জোর করে সিঁড়ি দিয়ে আমাদের ফ্ল্যাট অবধি উঠে এসে হুমকি দেয় যে দরজা না খুললে তারা তা ভেঙে ফেলবে। এতটা তীব্র এবং হিংসাপূর্ণ প্রতিক্রিয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, ফলে আমরা প্রাণভয়ে দরজা বন্ধ করে রাখি, কিন্তু তারা আমাদের দরজায় বারবার আঘাত করে এবং চিৎকার করতে থাকে, যতক্ষণ না পুলিশ এসে বাধা দেয়।

"কিন্তু আমাদের যন্ত্রণা তখনও শেষ হয়নি। আমাদের বাড়ির সিঁড়ি অবধি আসার যে গেট, তাতে তালা দিয়ে দেন আমাদের বাড়িওয়ালা, যিনি ওই উত্তেজিত ভিড়েরই অংশ ছিলেন, যার ফলে আমরা বাড়ি থেকে বেরোতেও পারি না। আতঙ্কিত অবস্থায় আমাদের বন্ধুদের ফোন করে সাহায্য চাই। তারা এসে উপস্থিত হলে তাদেরকে ধাক্কা মারে এবং শারীরিক আঘাতের ভয় দেখায় ওই জনতা, এবং বাড়িতে ঢুকতে বাধা দেয়। প্রায় ৩-৪ ঘণ্টা বাড়িতে বন্দী ছিলাম আমরা। ইতিমধ্যে আমাদের বাড়িওয়ালা জানান, আমাদের ওই ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন: সিএএ-এর পরেই এনআরসি হবে, বলছে বঙ্গ বিজেপির পুস্তিকা

"অনেকক্ষণ পর, পুলিশ এবং আমাদের বন্ধুদের লাগাতার হস্তক্ষেপের ফলে একজন পুলিশ অফিসারের সঙ্গে আমার বাবাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়। ওই জনতার অপরাধমূলক আচরণের বিরুদ্ধে আমাদের অভিযোগ নথিভুক্ত করে পুলিশ। সাতঘন্টা পর খুলে দেওয়া হয় সিঁড়ির দরজা, এবং পুলিশি নিরাপত্তায় আমাদের বেরোতে দেওয়া হয়। দরকারি কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাই।"

বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর নাম প্রকাশ করতে নিষেধ করে তিনি বলেন, "অমিত শাহর জনসভার দিন যে সিএএ-বিরোধী ব্যানার প্রদর্শন করা হয়েছিল, তার পরদিনই ওরা চলে যায়। ওদের বাবা-মায়ের সঙ্গেই গেছে, কিন্তু কোথায় গেছে জানি না। সবারই অসুবিধের সৃষ্টি হচ্ছিল।" কেন ওই দুই মহিলাকে উচ্ছেদ করেছেন, সেই প্রশ্নের উত্তরে বাড়িওয়ালা বলেন, "ওদের বাড়ি ভাড়া দেওয়াটাই ভুল হয়েছিল আমার।"

Advertisment