Advertisment

মাঝ আকাশে হঠাৎ অসুস্থ শিশুকন্যা, বন্ধ হয়ে যায় শ্বাসপ্রশ্বাস... কী হল তারপর?

রবিবার বেঙ্গালুরু থেকে দিল্লি আসার ভিস্তারা এয়ারলাইন্সের বিমানে এই ঘটনায় তোলপাড় পড়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangalore-Delhi flight, Vistara, Vistara flight baby, aiims, aiims delhi, baby stops breathing on flight, doctors save baby on flight, delhi, delhi news, delhi news today

বিমানেই হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি। শ্বাস পিতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে বছর ২-য়ের এক শিশু। বেঙ্গালুরু থেকে দিল্লি আসার ভিস্তারা এয়ারলাইন্সের বিমানে এমন ঘটনায় বিরাট শোরগোল পড়ে যায়।

Advertisment

কর্ণাটক থেকে দিল্লিগামী বিমানে হঠাৎই স্বাস্থ্যের অবনতি হয় বছর দুয়েকের এক নাবালিকার। হঠাৎ করেই শিশুর শ্বাস বন্ধ হয়ে যায়। তার ঠোঁট এবং আঙ্গুলগুলিও হলুদ হয়ে গিয়েছিল।

রবিবার বেঙ্গালুরু থেকে দিল্লি আসার ভিস্তারা এয়ারলাইন্সের UL-814 ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বছর দুয়েকের এক শিশুকন্যা। ঠিক সেই সময় বিমানে ছিলেন AIIMS দিল্লির ৫ চিকিৎসক। দ্রুততার সঙ্গে বিমানেই মেয়েটির চিকিৎসা শুরু করেন তারা। শিশুটিকে অন-এয়ার সিপিআর দেওউয়া শুরু করেন তারা।

৪৫ মিনিটের দীর্ঘ চেষ্টার পর শিশুটির জ্ঞান ফেরে। এর পরে বিমানটিকে নাগপুরে পাঠানো হয় এবং নাগপুরে পৌঁছানোর পর শিশুটিকে শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হয়। AIIMS দিল্লি X (আগের টুইটার) এ এই তথ্য শেয়ার করেছে।

delhi AIIMS
Advertisment