UP Kanpur Train Accident: কানপুরের কাছে আহমেদাবাদগামী সবরমতী এক্সপ্রেসের ২০টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। বারাণসী থেকে আহমেদাবাদ (19168) পর্যন্ত চলা সবরমতী এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেনের ২০টি বগি শনিবার সকালে উত্তর প্রদেশের কানপুর এবং ভীমসেন স্টেশনের মধ্যে লাইনচ্যুত হয়। জানা গিয়েছে, ট্রেনের ইঞ্জিনটি ট্র্যাকের উপরে থাকা কোনও বস্তুর সঙ্গে সজোরে ধাক্কা মারার পরেই এই বিপত্তি ঘটেছে।
যদিও এর জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, এমনই জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা পিটিআই। "লোকো পাইলট বলেছিলেন যে কিছু বোল্ডার ইঞ্জিনের ক্যাটল গার্ডে (সামনের অংশ) আঘাত করে।" রেলেরই এক কর্মকর্তা বলেছেন। লাইনচ্যুত হওয়ার পরে ওই রুটের সাতটি ট্রেন বাতিল করা হয়েছে। অন্য তিনটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। উত্তর-মধ্য রেলওয়ে জোনের চিফ পাবলিক রিলেশন অফিসার (সিপিআরও) শশী কান্ত ত্রিপাঠি দুর্ঘটনার পরপরই এলাকায় গিয়েছেন। তিনি বলেছেন, "দুর্ঘটনাস্থল থেকে কানপুর রেলওয়ে স্টেশনে যাত্রী পরিবহনের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।"
অতিরিক্তভাবে, যাত্রীদের কানপুরে ফিরিয়ে আনার জন্য একটি আট কোচের মেমু ট্রেন কানপুর থেকে দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পাঠানোর সব ব্যবস্থা রেলের তরফে করা হবে বলে জানিয়েছেন শশী কান্ত ত্রিপাঠি।
আরও পড়ুন- Assembly Elections Schedule: জম্মু-কাশ্মীর, হরিয়ানায় একসঙ্গে ভোট, দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন
রেলওয়ে নিম্নলিখিত হেল্পলাইন নম্বরগুলি চালু করেছে:- প্রয়াগরাজ: 0532-2407353, কানপুর: 0512-2323018, 0512-2323015, মির্জাপুর: 054422200097, T297, T297, 959702, আহমেদাবাদ: 07922113977, বেনারস শহর: 8303994411 , গোরখপুর: 0551-2208088। বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি জং)-0510-2440787 এবং 0510-2440790। ওরাই-05162-252206, বান্দা-05192-227543, ললিতপুর জং – 07897992404