Advertisment

Kanpur Train Accident: ফের রেল দুর্ঘটনা! সাতসকালে চলন্ত এক্সপ্রেসের ২০টি বগি লাইনচ্যুত

Kanpur Train Accident: দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ ককর্তারা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলে উদ্ধারকাজ। যাত্রীদের অন্য ট্রেনে ফেরানোর বন্দোবস্ত করা হয়। এদিকে, এই বিপত্তির জেরে ওই শাখায় রেল চলাচল ব্যাহত হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে, তেমনই বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
UP Kanpur Train Accident:, কানপুরে ট্রেন দুর্ঘটনা, সবরমতী এক্সপ্রেস লাইনচ্যুত

UP Kanpur Train Accident: প্রতীকী ছবি।

UP Kanpur Train Accident: কানপুরের কাছে আহমেদাবাদগামী সবরমতী এক্সপ্রেসের ২০টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। বারাণসী থেকে আহমেদাবাদ (19168) পর্যন্ত চলা সবরমতী এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেনের ২০টি বগি শনিবার সকালে উত্তর প্রদেশের কানপুর এবং ভীমসেন স্টেশনের মধ্যে লাইনচ্যুত হয়। জানা গিয়েছে, ট্রেনের ইঞ্জিনটি ট্র্যাকের উপরে থাকা কোনও বস্তুর সঙ্গে সজোরে ধাক্কা মারার পরেই এই বিপত্তি ঘটেছে।

Advertisment

যদিও এর জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, এমনই জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা পিটিআই। "লোকো পাইলট বলেছিলেন যে কিছু বোল্ডার ইঞ্জিনের ক্যাটল গার্ডে (সামনের অংশ) আঘাত করে।" রেলেরই এক কর্মকর্তা বলেছেন। লাইনচ্যুত হওয়ার পরে ওই রুটের সাতটি ট্রেন বাতিল করা হয়েছে। অন্য তিনটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। উত্তর-মধ্য রেলওয়ে জোনের চিফ পাবলিক রিলেশন অফিসার (সিপিআরও) শশী কান্ত ত্রিপাঠি দুর্ঘটনার পরপরই এলাকায় গিয়েছেন। তিনি বলেছেন, "দুর্ঘটনাস্থল থেকে কানপুর রেলওয়ে স্টেশনে যাত্রী পরিবহনের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।"

অতিরিক্তভাবে, যাত্রীদের কানপুরে ফিরিয়ে আনার জন্য একটি আট কোচের মেমু ট্রেন কানপুর থেকে দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পাঠানোর সব ব্যবস্থা রেলের তরফে করা হবে বলে জানিয়েছেন শশী কান্ত ত্রিপাঠি।

আরও পড়ুন- Assembly Elections Schedule: জম্মু-কাশ্মীর, হরিয়ানায় একসঙ্গে ভোট, দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন

রেলওয়ে নিম্নলিখিত হেল্পলাইন নম্বরগুলি চালু করেছে:- প্রয়াগরাজ: 0532-2407353, কানপুর: 0512-2323018, 0512-2323015, মির্জাপুর: 054422200097, T297, T297, 959702, আহমেদাবাদ: 07922113977, বেনারস শহর: 8303994411 , গোরখপুর: 0551-2208088। বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি জং)-0510-2440787 এবং 0510-2440790। ওরাই-05162-252206, বান্দা-05192-227543, ললিতপুর জং – 07897992404

Train Accident Sabarmati Express derailment indian railway Kanpur
Advertisment