Advertisment

ভেজাল মদ্য়পানে সোনিপতে ২০ জনের মৃত্য়ু? তদন্তে পুলিশ

সন্দেহ করা হচ্ছে, ভেজাল মদ খেয়েই মৃত্য়ু হয়েছে তাঁদের। জানা যাচ্ছে, ৪টি কলোনিতে মৃত্য়ুর ঘটনা ঘটেছে। ওই এলাকায় গরিব ও মধ্য়বিত্ত পরিবারের বাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Sonipat spurious liquor deaths, সোনিপত

জানা যাচ্ছে, ৪টি কলোনিতে মৃত্য়ুর ঘটনা ঘটেছে।

হরিয়ানার সোনিপতে ২০ জনের অস্বাভাবিক মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য় ছড়াল। গত ৪ দিন ধরে সোনিপতে ২০ জনের মৃত্য়ুর খবর মিলেছে। সন্দেহ করা হচ্ছে, ভেজাল মদ খেয়েই মৃত্য়ু হয়েছে তাঁদের। জানা যাচ্ছে, ৪টি কলোনিতে মৃত্য়ুর ঘটনা ঘটেছে। ওই এলাকায় গরিব ও মধ্য়বিত্ত পরিবারের বাস।

Advertisment

সংবাদমাধ্য়ম মারফত এ ঘটনা জানতে পারে পুলিশ। তবে, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। ঠিক কী কারণে মৃত্য়ু হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। কারণ, ১৬টি মৃত্য়ুর ঘটনাতেই ময়নাতদন্ত করা হয়নি। বুধবার ৪ জনের দেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: পাঞ্জাবে কৃষক বিক্ষোভের জের! ১২০০ কোটি টাকা ক্ষতি, দাবি রেলের

এ ঘটনা প্রসঙ্গে সোনিপতের পুলিশ সুপার জশানদীপ সিং রন্ধাওয়া দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, এ ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

মৃত্য়ুর কারণ কি ভেজাল মদ্য়পান? জবাবে পুলিশ সুপার জানান, ‘‘এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে, এ ব্য়াপারে নিশ্চিত হতে গেলে মদের বোতলের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দেখতে হবে। একটি মৃতদেহের পাশে মদের বোতল মিলেছিল। মৃতদেহের ভিসেরা রিপোর্টও দেখতে হবে’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment