নির্ভয়ার দোষীদের ফাঁসি প্রক্রিয়ার হাল হকিকৎ জানতে চেয়ে তিহার জেল কর্তৃপক্ষের থেকে রিপোর্ট চাইল দিল্লির আদালত। শুক্রবারের মধ্যে ওই রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত, সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসির কথা ছিল। কিন্তু বুধবার দিল্লি সরকার হাইকোর্টে জানায়, ওই দিন ফাঁসি দেওয়া যাবে না।
আরও পড়ুন: বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল, উপত্যকায় গ্রেফতার ৫ জইশ জঙ্গি
উল্লেখ্যে, নির্ভয়ার দুই দোষীর কিউরেটিভ পিটিশনের আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। এরপরই প্রাণভিক্ষার শেষ আর্জি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে এক দোষী মুকেশ। যেহেতু রাষ্ট্রপতির কাছে তার প্রাণভিক্ষার আর্জির বিষয়টি রয়েছে, সে কারণে ফাঁসির দিন স্থগিত রাখার আবেদন করেছে মুকেশ।
আরও পড়ুন: দভিন্দর সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ জম্মু-কাশ্মীর পুলিশের, ডাক পড়ল এনআইএর
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি তিহার জেলে নির্ভয়া মামলায় চার দোষীর ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহার জেলে দোষীদের ফাঁসির নির্দেশ দেয় আদালত। এরপরই প্রাণভিক্ষার আর্জি জানিয়ে শেষ আইনি পথে হাঁটে ফাঁসির আসামী বিনয় শর্মা ও মুকেশে সিং। মঙ্গলবার তাদের রুজু করা কিউরেটিভ পিটিশনের শুনানি খারিজ করে বিচারপতি এন ভি রমনা, অরুণ মিশ্র, আরএফ নরিম্যান, আর ভানুমতি এবং অশোক ভূষণের বিশেষ বেঞ্চ। ২০১২ সালে দিল্লি গণধর্ষণকাণ্ডের দোষীরা হল পবন গুপ্তা, মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিং।
Read the full story in English