পাটনার গান্ধি ময়দানে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ১০ অভিযুক্তের মধ্যে ৯ জনকেই দোষী সাব্যস্ত করল বিশেষ এনআইএ আদালত। বুধবার রায়দান করে বিশেষ আদালত। ১০ জনের মধ্যে একজনকে প্রমাণাভাবে আগেই বেকসুর খালাস করা হয়েছে।
২০১৩ সালে পাটনার গান্ধি ময়দানে হুঙ্কার জনসভা করছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। সেই সময় গান্ধি ময়দান পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়, আহত হন ৭০ জন। সেইসময় জনসভার স্থলে ছটি বিস্ফোরণ হয় পর পর। মোদীর ভাষণমঞ্চ থেকে ১৫০ মিটার দূরে একটা বিস্ফোরণ হয়েছিল। শেষ বোমা ফাটে বেলা ১২.২৫ নাগাদ, তার ঠিক ২০ মিনিট পর মোদী এবং বিজেপির শীর্ষ নেতারা মঞ্চে ওঠেন। চারটি তাজা বোমা সভাস্থল থেকে উদ্ধার করা হয়।
বিহার পুলিশ সেই সময় একে সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করেনি। ডিজিপি অভয়ানন্দ সেই সময় আইইডি বিস্ফোরক ব্যবহার কথা নিশ্চিত করেছিলেন। তবে ইন্টেলিজেন্স সূত্র মারফত জানা যায়, অ্যামোনিয়াম নাইট্রেট, ডেটোনেটর্স, টাইমার ডিভাইস এবং লোহার পেরেক ব্যবহার করা বিস্ফোরকে।
আরও পড়ুন Pegasus কাণ্ডের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন সুপ্রিম কোর্টের, ৮ সপ্তাহ পর ফের শুনানি
এনআইএ-র ঘটনার মাস্টারমাইন্ড হায়দার আলি ওরফে ব্ল্যাক বিউটি, তৌফিক আনসারি, মজিবুল্লা এবং নুমান আনসারিকে গ্রেফতার করে ২০১৪ সালে। এনআইএ এদের মাথার দাম পাঁচ লক্ষ টাকা ঘোষণা করে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন