Advertisment

তিন বিজ্ঞানীকে রসায়নে নোবেল

রসায়ন বিভাগে নোবেল পুরস্কার পাচ্ছেন আমেরিকার জন বি গুডএনাফ, ব্রিটেনের এম স্ট্যানলি উইটিংহম ও জাপানের আকিরা ইওশিনো।

author-image
IE Bangla Web Desk
New Update
nobel prize 2019, নোবেল, নোবেল পুরস্কার, রসায়নে নোবেল, রসায়নে নোবেল ২০১৯, chemistry nobel 2019, nobel prize in chemistry, chemistry nobel winner, nobel prize week, indian express bangla, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

এ বছর রসায়নে নোবেল পাচ্ছেন তিনজন।

রসায়ন বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা করা হল। এ বছর রসায়নে নোবেল পাচ্ছেন তিনজন। রসায়ন বিভাগে নোবেল পুরস্কার পাচ্ছেন আমেরিকার জন বি গুডএনাফ, ব্রিটেনের এম স্ট্যানলি উইটিংহম ও জাপানের আকিরা ইওশিনো। লিথিয়াময়ন ব্যাটারি নিয়ে কাজ করার জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে পদার্থবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান ও মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীপাবলির উপহার, ৫ শতাংশ বাড়ল ডিএ

এ বছর ৭ অক্টোবর থেকে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হচ্ছে। ১৪ অক্টোবর পর্যন্ত নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে। ৭ অক্টোবর মেডিসিনে নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হয়। ৮ অক্টোবর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়। ১০ অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হবে। ১১ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হবে।

Read the full story in English

International news nobel prize
Advertisment