Advertisment

দিল্লি দাঙ্গায় ধৃত প্রাক্তন কাউন্সিলের জামিন মঞ্জুর, বিরাট স্বস্তিতে তাহির হুসেন

তাহির হুসেনের জামিন মঞ্জুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi, Yamuna, Delhi news, article 370 verdict, supreme court news, j&k, article 370, delhi weather, weather in delhi, today delhi weather, delhi weather tomorrow, delhi weather forecast, delhi rain, rain in delhi, rain today in delhi, rain news, delhi weather news, delhi live new

তাহির হুসেনের জামিন মঞ্জুর।

দিল্লি দাঙ্গায় ধৃত প্রাক্তন AAP কাউন্সিলর তাহির হুসেনের জামিন মঞ্জুর।তাহিরের বিরুদ্ধে হত্যার চেষ্টা, দাঙ্গা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়। আজ হাইকোর্ট কিছু শর্তে এই পাঁচটি মামলায় তাহিরের জামিন মঞ্জুর করে।

Advertisment

দিল্লি দাঙ্গা সংক্রান্ত ৫টি ভিন্ন মামলায় দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি অনীশ দয়ালের বেঞ্চে এই মামলার শুনানি হয় এবং আদালত তাহির হুসেনকে জামিন দেয়।

তাহিরের বিরুদ্ধে মোট পাঁচটি এফআইআর দয়ালপুর থানায় দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা, দাঙ্গা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়। আজ হাইকোর্ট কয়েকটি শর্তে এই পাঁচটি মামলায় তাহিরকে জামিন দেয়।

তথ্য অনুযায়ী, তাহির হুসেন দিল্লি দাঙ্গার সময় আইবি ইন্সপেক্টর অঙ্কিত শর্মাকে হত্যা সহ আরও অনেক মামলায় অভিযুক্ত। তাহির হুসেনের বিরুদ্ধে দিল্লি দাঙ্গার ষড়যন্ত্রেরও অভিযোগ রয়েছে। ২০২০ সালে, ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে এই দাঙ্গায় বহু লোক প্রাণ হারান। তাহির হুসেনের বিরুদ্ধে দাঙ্গায় উসকানি ও  অর্থের জোগানের পাশাপাশি আরও অনেক অভিযোগ রয়েছে। দাঙ্গার সময় তাহির হুসেন আম আদমি পার্টির কাউন্সিলর ছিলেন, কিন্তু দোষী প্রমাণিত হওয়ার পর দল তাকে বহিষ্কার করে। দাঙ্গার সময়, আইবি অফিসার অঙ্কিত শর্মাকে ১০ জন মিলে খুন করেছিল। দুই দিন ধরে চলা এই দাঙ্গায় ৫০ জনেরও বেশি মানুষ মারা যান।

delhi Riot
Advertisment