Advertisment

Russia-Ukraine war: টানা যুদ্ধে ভবিষ্যত সংকট, লক্ষ্যপূরণে নিরাপদ আশ্রয়ে পাড়ি মেডিক্যাল পড়ুয়াদের

ইউক্রেন ছেড়ে অনান্য দেশে যে সকল ভারতীয় পড়ুয়ারা তাদের মেডিক্যাল ডিগ্রি অর্জনের জন্য গিয়েছেন তারা জানিয়েছেন, ইউক্রেনের তুলনায় এই দেশগুলিতে শিক্ষাব্যবস্থার খরচ একটু বেশি ব্যয়বহুল হলেও অনেক নিরাপদে আছেন তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
indian students in georgia, indian students in europe, study in europe, study abroad, punjab, punjab news, russia ukraine war, ukraine, ukraine news"

ইউক্রেন ছেড়ে জর্জিয়ায় পাড়ি দেওয়া ভারতীয় মেডিক্যাল পড়ুয়ারা।

২৪ ফেব্রুয়ারি ২০২২ থেকে একটানা চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের কারণে স্বপ্নভঙ্গ হয় ভারত থেকে ইউক্রেনে পাড়ি দেওয়া হাজার হাজার মেডিক্যাল পড়ুয়ার। অনিশ্চিত এক ভবিষ্যত তাদের তাড়া করে বেড়িয়েছিল তাদের। এখন ইউক্রেনের তুলনায় কিছুটা ব্যায়বহুল হলেও পোল্যান্ড এবং জর্জিয়ার মত দেশগুলিতে তাদের পড়াশুনা শেষ করতে পাড়ি দিচ্ছেন সেই পড়ুয়ারাই।

Advertisment

২২ বছর বয়সী বাসু সাইনি তার বাকি থাকা পাঁচটি সেমিস্টার শেষ করার জন্য ২০২৩ সালের নভেম্বরে ইউক্রেন বিশ্ববিদ্যালয় থেকে জর্জিয়াতে একটি মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। তেমনই একজন চণ্ডীগড়ের সগুন রানা। তিনি সার্বিয়া থেকে তার এমবিবিএস ডিগ্রি অর্জনের সিদ্ধান্ত নেন।

ইউক্রেন ছেড়ে অনান্য দেশে যে সকল ভারতীয় পড়ুয়ারা তাদের মেডিক্যাল ডিগ্রি অর্জনের জন্য গিয়েছেন তারা জানিয়েছেন, ইউক্রেনের তুলনায় এই দেশগুলিতে শিক্ষাব্যবস্থার খরচ একটু বেশি ব্যয়বহুল। যেখানে ৬ বছরের কোর্সের জন্য বছরে প্রায় ৩-৫ লাখ টাকা করে টিউশন ফি দিতে হবে।

পোল্যান্ড এবং জর্জিয়ার তুলনায় সার্বিয়াতে ডিগ্রি অর্জনের খরচ কিছুটা সস্তা। পাশাপাশি অনেকেই কিরগিজস্তান থেকেও তাদের ডিগ্রি অর্জনের জন্য সেখানকার মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন।

ছাত্র-ছাত্রীরা জানাচ্ছেন, কিরগিজস্তানের অন্যান্য দেশের তুলনায় কিছুটা বেশি সুযোগ সুবিধা রয়েছে। যার মধ্যে রয়েছে পাঁচ বছরের কোর্স। সহজ ভিসা প্রক্রিয়া। একই সঙ্গে ভর্তি হওয়াটাও অন্যান্য দেশের তুলনায় অনেকটাই সহজ।

২০২১ সালে জর্জিয়ার মেডিকেল কলেজে যেখানে মাত্র ৮,০০০ ভারতীয় ভর্তি হয়েছিল। নয়াদিল্লিতে জর্জিয়ার দূতাবাস জানিয়েছে, যে বর্তমানে সেখানে ২১টি মেডিক্যাল কলেজ মিলিয়ে মোট ২০,০০০ এরও বেশি ভারতীয় ছাত্র মেডিকেল কোর্সে ভর্তি হয়েছেন।

দুই বছর পেরিয়ে গেলেও যুদ্ধ শেষ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনে মেডিকেল পড়ুয়াদের বেশিরভাগই কিরগিজস্তান, সার্বিয়া এবং জর্জিয়ার মতো "নিরাপদ" কিন্তু "সাশ্রয়ী" দেশগুলিকে তাদের শিক্ষার জন্য বেছে নিতে শুরু করেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, যে এই দেশগুলি থেকে এমবিবিএস করা ভারতের একটি বেসরকারি কলেজের চেয়েও অনেকটা সস্তা।

মোহালির একটি শিক্ষা সংক্রান্ত পরামর্শ সংস্থা এক্সেল এডুকেশন সার্ভিসেস এবং সান এডুকেশনের মালিক আম্রেক সিং ধিলোন বলেছেন, "যুদ্ধের কারণে যারা সে সময় দেশে ফিরে এসেছেন তাদের মধ্যে ৭০ শতাংশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে৷ কমপক্ষে ৩০০-৩৫০ শিক্ষার্থী সার্বিয়ায়, প্রায় ১৫০০-২০০০ কিরগিজস্তানে এবং প্রায় হাজারের বেশি পড়ুয়া জর্জিয়ায় রয়েছেন।"

সার্বিয়ার নিস ইউনিভার্সিটির পঞ্চম বর্ষের ছাত্র বেঙ্গালুরুর অতুল শর্মা এবং পঞ্চম বর্ষের বিহারের রবি কুমার উভয়েই বলেছেন, এই নতুন গন্তব্যগুলি অভিভাবকদের উদ্বেগ কমাতে সাহায্য করেছে৷

Medical students Russia-Ukraine Conflict
Advertisment