Advertisment

Organ Transplant: অঙ্গ প্রতিস্থাপনে নজির! নয়া মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ভারত

প্রতিবেদনে অনুসারে, ২০১৩ সালে দেশে মোট প্রতিস্থাপনের সংখ্যা ছিল ৪,৯৯০টি। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে ১৮,৩৭৮টি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Organ transplant report, organ transplants, NOTTO report Organ transplant, organ transplants data, NOTTO report, Indian express news, current affairs

মৃত দাতাদের কাছ থেকে বিদেশীদের অঙ্গ বরাদ্দ করা হয় তখনই যখন রাজ্য, আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে কোনো ভারতীয় রোগী মেলে না।

Organ Transplant:  গত দশকের তুলনায় ভারতে অঙ্গ প্রতিস্থাপনে রেকর্ড! ২০২৩-এ তিনগুণ বেশি অঙ্গ প্রতিস্থাপনে নয়া নজির গড়ল দেশ। NOTTO তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকের তুলনায় গত বছর অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা তিন গুণ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisment

ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (NOTTO) তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকের তুলনায় গত বছর অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা তিন গুণ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে কিডনি প্রতিস্থাপন হয়েছে সবচেয়ে বেশি। প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ভারতে মোট ১৮,৩৭৮টি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল। এই ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় স্থানে পৌঁছেছে। বিশেষ করে চোখের কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রতিবেদনে অনুসারে, ২০১৩ সালে দেশে মোট প্রতিস্থাপনের সংখ্যা ছিল ৪,৯৯০টি। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে ১৮,৩৭৮টি হয়েছে। NOTTO বলেছেন যে ভারত ২০২৩ সালে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে। এই প্রথম এক বছরে হাজারের বেশি মৃত মানুষের অঙ্গ দান করা হল। ২০১৩ মৃত দাতাদের কাছ থেকে অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা ছিল মাত্র ৮৩৭ । ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে ২৯৩৫ হয়েছে।

আরও পড়ুন - < Jammu Kashmir Cloudburst: মেঘ ভাঙা বৃষ্টির জের, লাদাখ থেকে বিচ্ছিন্ন কাশ্মীর, ধ্বংসযজ্ঞে তছনছ ভূস্বর্গ >

২০২৩ সালে সামগ্রিকভাবে ১৩,৪২৬টি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া লিভার ট্রান্সপ্লান্টের ৪ হাজার ৪৯১টি, হার্ট ট্রান্সপ্লান্টের ২২১টি, ফুসফুস প্রতিস্থাপনের ১৯৭টি। জীবিত দাতাদের মধ্যে, মোট ৯,৭৮৪ জন মহিলা অঙ্গ দান করেছেন। এটি ৫, ৬৫১জন পুরুষ দাতার সংখ্যার প্রায় দ্বিগুণ। যাইহোক, যদি মৃত দাতাদের হিসাব দেখা যায় তাতে, মহিলা দাতার সংখ্যা ২৫৫ জন, যেখানে পুরুষ দাতার সংখ্যা ৮৪৪।

India Organ Transplant
Advertisment