আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে মার্কিন পুলিশ।
Advertisment
আমেরিকার মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনে অজ্ঞাতপরিচয় এক যুবক নির্বিচারে গুলি চালিয়ে ২২ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। হামলাকারীর ছবিও ফেসবুকে শেয়ার করেছে স্থানীয় পুলিশ। সেই সঙ্গে স্থানীয় মানুষজনকে ঘর থেকে বের না হওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, বুধবার রাতে অতর্কিতে হামলা চালায় এক বন্দুকবাজ। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারিয়েছেন ২২ জন। সেই সঙ্গে আহত হয়েছেন ৫০-৬০ জন।
পুলিশ হামলাকারীর ছবি প্রকাশ করেছে এবং মানুষের কাছে তার বিষয়ে বিশদে তথ্য চেয়ে সাহয্যের আবেদন জানিয়েছে। শেয়ার করা ছবিতে, লম্বা হাতা শার্ট এবং জিন্স পরা একজন দাড়িওয়ালা এক যুবককে হাতে স্বয়ংক্রিয় রাইফেল ধরে থাকতে দেখা যায়। শহরের সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার একটি বিবৃতি জারি করে বলেছে যে এই ব্যাপক গুলিবর্ষণে ৫০-৬০ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'আমরা বিষয়টি তদন্ত করছি এবং সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আবেদন করছি।' মানুষজনকে ঘর ছেড়ে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এখনও অভিযুক্ত বন্দুকবাজ অধরা। আমেরিকার উত্তরপূর্ব উপকূলে অবস্থিত মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনে বসবাস করেন মাত্র ৩৮ হাজার মানুষ। পোর্টল্যান্ড শহর থেকে লেউইস্টন বেশ কাছেই অবস্থিত। বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয় সুন্দর এই শহর।