দেশবাসীকে দীপাবলির উপহার দিয়েছে কেন্দ্র। পেট্রল-ডিজেলে শুল্ক কমানোয় কিছুটা হলেও সুরাহা মিলেছে। রাজ্যগুলিকেও নাগরিকদের স্বস্তি দিতে জ্বালানি তেলে কর কমানোর আবেদন করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের সেই আবেদনে সাড়া ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের। জ্বালানির উপর ভ্যাট কমিয়েছে ২২ রাজ্যের সরকার। একটি কেন্দ্রশাসিত অঞ্চলও পেট্রল-ডিজেলে কর কমিয়েছে। তবে পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্য এখনও সেই পথে হাঁটেনি।
অবিজেপি রাজ্যগুলির দাবি, কেন্দ্রের অংশের আন্তঃশুল্ক কমছে মানে তাঁদের ভাগের চাপানো ভ্যাটের শতাংশ কমছে। তাই নতুন করে জ্বালানি তেলে ভ্যাট কমানোর পক্ষে নেই অবিজেপি রাজ্যগুলি। কেন্দ্রের আবেদনে সাড়া না দেওয়ার পক্ষে সওয়াল তুলে ইতিমধ্যেই কেরলের অর্থমন্ত্রী কেএন বালাগোপাল জানিয়েছেন, গত ৬ বছরে রাজ্যের জ্বালানির উপর বসা ভ্যাট শতাংশে হেরফের হয়নি। বরং একবার কিছুটা কমানো হয়েছে রাজ্যের ভাগে থাকা করের শতাংশ। করোনাকালে প্রান্তিক ও প্রভাবিত মানুষদের সাহায্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তাই কোষাগারের উপর চাপ না বাড়িয়ে জ্বালানি তেলে ভ্যাট অপরিবর্তিত রাখবে কেরল সরকার।
উল্লেখ্য, পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাঃস উঠেছে আমজনতার। জ্বালানি তেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে ক্রমেই কেন্দ্রবিরোধী সুর চড়া হচ্ছে। সদ্য সমাপ্ত বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনে তা ভালো মতোই টের পেয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি। একাধিক রাজ্যে হারের মুখ দেখতে হয়েছে গেরুয়া প্রার্থীদের। এমনকী বেশ কিছু আসনে পদ্ম প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যে-রাজ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলনের সুর ক্রমেই চড়া হচ্ছে।
আরও পড়ুন- ভারতের ডাকা কাবুল-বৈঠকে থাকবে রাশিয়া, ইরান-সহ মধ্য এশিয়ার একাধিক দেশ
ঠিক এই আবহে দীপাবলির আগে পেট্রল-ডিজেলে শুল্ক কমিয়ে সুরাহা দিয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকেও একই পথে হাঁটতে আবেদন জানানো হয়েছিল কেন্দ্রের তরফে। মোদী সরকারের সেই আবেদনে সাড়া দিয়েছে রাজ্যগুলি। ইতিমধ্যেই দেশের ২২ রাজ্যের সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রল-ডিজেলে ভ্যাট কমিয়েছে। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের আবেদনে সাড়া দেয়নি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গনা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, মেঘালয়, ছত্তীসগঢ়, পাঞ্জাব, রাজস্থান এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন