দিল্লিতে হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত শাহরুখ খান গ্রেফতার। মৌজপুরে অশান্তি চলাকালীন ৮ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল ২৩ বছর বয়সী শাহরুখের বিরুদ্ধে। পুলিশের সামনেই গুলি চালানোর অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ থেকে শাহরুখকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে, দিল্লিতে হিংসার ঘটনা নিহত বেড়ে হয়েছে ৪৭। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, হিংসার ঘটনায় ৩৬৯টি এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে হিংসায় কারা নিহত? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
এদিন সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে হিংসার আবহে মোদী-কেজরি বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমবারের পর মঙ্গলবারও দিল্লি হিংসার দায় মোদী সরকারের উপর চাপিয়ে সংসদীয় অধিবেশনের শুরুতেই হই-হট্টগোল শুরু করেন বিরোধী শিবিরের সাংসদরা। যার জেরে রাজ্যসভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। অধিবেশনের আগে লোকসভার কাজ ঠিকভাবে চালাতে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন অধ্যক্ষ ওম বিড়লা। কিন্তু, সভার শুরু থেকেই চেঁচামিচি জুড়ে দেন তৃণমূল, ডিএমকে, কংগ্রেস সাংসদরা।
সংসদে অধিবেশনের আগে এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘দেশের বিকাশের জন্যই শান্তি থাকা প্রয়োজন। আমাদের দলের মন্ত্রই হল উন্নয়ন’’। প্রধানমন্ত্রী আরও বলেন, দলের নেতাদের লক্ষ্য রাখতে হবে যাতে দেশজুড়ে শান্তি বজায় থাকে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন