তিন দিনে আমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের ২৪ জন পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু মাত্র রবিবারই করোনা আক্রান্ত হয়েছেন ১৬ জন পড়ুয়া। এনিয়ে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের অতিরিক্ত মেডিকেল অফিসার ভাবিন যোশি বলেছেন "সাবধানতা হিসাবে ইনস্টিটিউট চত্ত্বরে জনসাধারণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সেই সঙ্গে পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সকল ক্লাস আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন, সংক্রমিত পড়ুয়াদের কারুর সংক্রমণ গুরুতর নয়। পড়ুয়াদের আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে সংক্রমণ বাড়তেই শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ব্লককে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রশাসনের তরফে। ১৭৮ জন পড়ুয়াকে আপাতত আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জারি করা এক বুলেটিনে বলা হয়েছে এনআইডি-তে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রবিবার গুজরাটে ৩৭টি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭।
Read story in English