Advertisment

রাতারাতি বন্দে ভারত এক্সপ্রেসের রঙ বদল, দেখুন দেশের সেমি হাই-স্পিড ট্রেনের ফার্স্ট লুক  

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার টুইটার হ্যান্ডেলে নতুন বন্দে ভারত-এর বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Vande Bharat Train. Vande Bharat Colour change, Vande Bharat new colour, new vande bharat train color changed inspired by national flag said railway minister Ashwini Vaishnaw

রাতারাতি বন্দে ভারত এক্সপ্রেসের রঙ বদল, দেখুন দেশের সেমি হাই-স্পিড ট্রেনের ফার্স্ট লুক

এবার জাফরান রঙে দেখা যাবে বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার দেশকে প্রথম ঝলক দেখালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি তার টুইটার হ্যান্ডেলে নতুন বন্দে ভারত-এর বেশ কিছু ছবি শেয়ার করেছেন। নতুন ‘জাফরান’ রঙের বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি করা হয়েছে। শনিবার, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং বন্দে ভারত এক্সপ্রেসের নানান দিক পর্যালোচনা করেছেন।

Advertisment

এবার নয়া পর্বে বন্দে ভারত ট্রেনে এসেছে নতুন পরিবর্তন। বন্দে ভারত ট্রেনকেও এখন 'জাফরান' বা 'গেরুয়া' রঙে দেখা যাবে। রেলের আধিকারিকরা শনিবার জানিয়েছেন যে ভারতে তৈরি সেমি-হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের ২৮ তম রেকের রঙ হবে 'জাফরান'।

নতুন লুকে, বন্দে ভারত দেখতে পাবে জাফরান, সাদা এবং কালো রঙের সংমিশ্রনে। এই মুহূর্তে এই সেমি-হাই-স্পিড ট্রেনের রঙ নীল এবং সাদা। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) পৌঁছে রেলমন্ত্রী বৈষ্ণব বলেছেন, তেরঙা থেকে অনুপ্রাণিত হয়েই 'জাফরান' রঙে আসছে বন্দে ভারত ট্রেন। তবে নতুন লুকের এই ট্রেন এখনও চালু করা হয়নি। তা পার্ক করা রয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে।

রেলের কর্মকর্তারা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘বন্দে ভারত এক্সপ্রেসের মোট ২৫ টি রেক তাদের নির্ধারিত রুটে চলছে এবং দুটি রেক সংরক্ষিত রয়েছে। তবে ট্রায়াল রান হিসেবে এই ২৮তম রেকের রঙ পরিবর্তন করা হচ্ছে”। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রেলমন্ত্রী বৈষ্ণব এদিন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে উৎপাদন এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয়ে মতবিনিময় করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার একটি বিশেষ ট্রেন উন্মোচন করেছেন যা সারা দেশে হেরিটেজ রুটে চলবে। ঐতিহ্যবাহী রুটে এই ধরনের আরও ট্রেন চালু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

Vande Bharat
Advertisment