শুক্রবার গভীর রাতে মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে মৃত্যু হয়েছে ২৯৬ জনের। একই সঙ্গে আহতের সংখ্যা প্রায় শতাধিক। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৮। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ২৯৬ জনের মৃত্যু হয়েছে, এবং ১৫৩ জন আহত হয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১৮.৫ কিলোমিটার গভীরে, পর্যটন শহর মারাকেশ থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শহরের বাইরের পুরনো বাড়িগুলিতে। ভুমিকম্পের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে কীভাবে বহুতলগুলি মাটিতে মিশে গিয়েছে।