টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়। উচ্ছ্বাস প্রকাশ করে হোয়াটসঅ্যাপে ভারত-বিরোধী মেসেজ পাঠানোর অভিযোগে তিন কাশ্মীরি পড়ুয়াকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ। ধৃত তিনজনই উত্তর প্রদেশের আগ্রার রাজা বলওয়ান্ত সিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজের ছাত্র। ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ ওই তিন ছাত্রকে বহিষ্কার করেছে। সোমবারই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, ওই তিন ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কলেজ বন্ধ রাখা হবে। শেষমেশ পাকিস্তানের পক্ষে গলা ফাটানো তিন ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে।
জম্মু কাশ্মীরের পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য প্রধানমন্ত্রী স্পেশাল স্কলারশিপ স্কিম রয়েছে। ওই স্কিমের আওতায় আগ্রার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছিলেন তিন কাশ্মীরি ছাত্র। গত রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। তারপরেই ওই তিন ছাত্র হোয়াটসঅ্যাপে ভারত-বিরোধী নানা মন্তব্য করে মেসেজ পাঠিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সোমবারই রাজা বলওয়ান্ত সিং ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ ভারত-বিরোধী কার্যকলাপের অভিযোগে ওই তিন কাশ্মীরি পড়ুয়াকে বহিষ্কার করে। এমনকী তিন ছাত্রের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবিতে কলেজ বন্ধ রাখা হয়েছিল।
শেষমেশ বুধবার বিকেলে ওই তিন কাশ্মীরি পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম, আরশিদ ইউসুফ, ইনায়ত আলতাফ শেখ এবং শওকত আহমেদ গণি। বৃহস্পতিবারই ধৃত তিনজনকে ম্যাজিটেস্ট্রের সামনে পেশ। ধৃত তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। গত মঙ্গলবারই এই তিন ছাত্রের গ্রেফতারির দাবিতে কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী একটি সংগঠন। ধৃতদের বিরুদ্ধে জগদীশপুরা থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ইউসুফ এবং ইনায়ত আলতফ শেখ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। ধৃত শওকত আহমেদ গণিও একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। কলেজের প্রধান ডক্টর আশিস শুক্লা বলেন, “প্রধানমন্ত্রী বিশেষ বৃত্তি প্রকল্পের অধীনে কলেজে মোট ১১ জন ছাত্র পড়াশোনা করেন। ১১ শিক্ষার্থীর মধ্যে এই তিনজন রয়েছেন। ১১ জনের মধ্যে ৭ জন গত রবিবার ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। ঘটনার পরে কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই বাকি কাশ্মীরি ছাত্ররাও ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছেন।” ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের তরফে গোটা ঘটনা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন-কে জানানো হয়েছে।
আরও পড়ুন- আবারও ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, একদিনে করোনার বলি ৭৩৩
এদিকে, তিন কাশ্মীরি পড়ুয়ার এহেন কার্যকলাপে অস্বস্তিতে পরেও পরোক্ষে তাঁদের পাশে দাঁড়িয়েছে জম্মু কাশ্মীর ছাত্র সংগঠন। বুধবারই সংগঠনের তরফে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দেওয়া হয়েছে। এই তিন ছাত্রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছে সংগঠনটি। প্রশাসনিক পদক্ষেপ ওই তিন ছাত্রের ভবিষ্যত নষ্টের পাশাপাশি তাঁদের আরও বেশি বিচ্ছিন্ন করে দেবে বলে আশঙ্কা জম্মু কাশ্মীর ছাত্র সংগঠনের।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন