Advertisment

স্বাধীনতা দিবসের আগেই ভয়ঙ্কর জঙ্গি হামলা, তুমুল গুলির লড়াইয়ে প্রাণ গেল তিন সেনা জওয়ানের

এলাকায় আরও বাহিনী পাঠানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhatinda Military shooting, Bhatinda army shooting, bhatinda news, punjab, army solider dead, army solider accidental firing, india news, indian express

রক্তস্নাত ভূস্বর্গ!

জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসীদের সঙ্গে এনকাউন্টারে নিহত ৩ সেনা জওয়ান। কুলগাম জেলার এক জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই সেনাবাহিনী শুরু করে তল্লাশি অভিযান। এই সময়  সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি এনকাউন্টার শুরু হয় যাতে তিন সেনা জওয়ান আহত হয়, যারা পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই তিনজনের।  

Advertisment

শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের সঙ্গে এনকাউন্টারে অন্তত তিন সেনা জওয়ান নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার একটি জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে নেয়। এরপরই শুরু হয় তুমুল গুলির লড়াই। গুলির লড়াইয়ে তিন সেনা গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। এনকাউন্টারে নিহত সেনা কর্মীদের কাছ থেকে চারটি AK-47 রাইফেল ছিনিয়ে নেয় জঙ্গিরা।

"সেনাবাহিনীর তরফে এক ট্যুইট বার্তায় জানান হয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াইয়ে, তিন সেনা জওয়ান গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মৃত্যু হয় তাদের। জঙ্গিদের ধরতে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে "।

সেনাবাহিনীর এই আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, "সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে এবং তারা পাল্টা জবাব দেয় সেনাবাহিনীর জওয়ানরা। গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হন এবং চিকিৎসার সময় তারা মারা যান,"। ওই আধিকারিক জানিয়েছেন, এলাকায় আরও বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এপ্রিল এবং মে মাসে, পুঞ্চ এবং রাজৌরি জেলায় দুটি পৃথক হামলায় দশজন সেনা নিহত হন।

jammu and kashmir
Advertisment