Advertisment

ফের রেল দুর্ঘটনা ওড়িশায়, লাইনচ্যুত হয়ে তালগোল পাকিয়ে গেল কামরা

তিন দিনের মাথায় ফের দুর্ঘটনা...

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata puri special cancelled and 2 more trian time recscheduled

বালাসোর ট্রেন দুর্ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা ওড়িশায়। ওড়িশায় আরও একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বারগড় জেলায়। ওড়িশায় বারগড়ে একটি পণ্যবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলেই খবর মিলেছে। যদিও এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।রেল সূত্রে জানা গিয়েছে সোমবার রাজ্যের বারগড় জেলার মেধাপালির কাছে একটি পণ্যবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

Advertisment

আরও পড়ুন: < ‘আহতদের রক্তে জামাকাপড় লাল হয়ে গেছে’, অভিশপ্ত রাতে জারি ছিল প্রাণপণ লড়াই >

এদিকে ভারতীয় রেলওয়ে ওড়িশার বালাসোরে শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্র্যাকগুলিতে ট্রেন চালানো শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় শালিমার-চেন্নাই করোমন্ডেল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস- লাইনচ্যুত হয়ে সংঘর্ষের ফলে ২৭৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজারের বেশি যাত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ওড়িশার দুর্ঘটনার ঘটনায় তদন্তভার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে হস্তান্তর করা হবে।

Train Accident
Advertisment