Advertisment

উদ্ধার আরও ৩ মৃতদেহ, পুঞ্চ, রাজৌরিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি

বুধবার রাত থেকেই ডেরা কি গলি এবং তার আশেপাশের এলাকায় জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
Poonch attack

শুক্রবার পুঞ্চ জেলায় একটি কর্ডন এবং তল্লাশি অভিযানের সময় সেনা সদস্যরা। (ছবি: পিটিআই)

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলায় জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত গোটা এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের সনাক্ত করতে স্নিফার ডগ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।

Advertisment

জঙ্গি হামলায় সব মিলিয়ে এখনও পর্যন্ত পাঁচজন সেনাকর্মী শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জওয়ান। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত থেকেই ডেরা কি গলি এবং তার আশেপাশের এলাকায় জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী।

সেই সময় সেনা কনভয়ে তাদের হামলা চালালে ৫ সেনার মৃত্যু হয়। এদিকে শুক্রবার সন্ধ্যায় তিনজন স্থানীয়কে ঘটনাস্থলের কাছেই মৃত অবস্থায় পাওয়া যায়। সূত্রের খবর এই তিন জন জঙ্গি হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত-আটজন লোকের মধ্যে ছিল।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দল ইতিমধ্যে স্থানটিও পরিদর্শন করেছে। এক সেনা আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন যে হেলিকপ্টারের সাহায্যে নজরদারির পাশাপাশি জঙ্গিদের খুঁজে বের করার জন্য স্নিফার ডগের সাহায্য নেওয়া হচ্ছে।

Terrorist Attack
Advertisment