/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/gunman1.jpg)
২০১৯ সালে ১৫ মার্চ। বন্দুকবাজের হামলায় কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেন্টন টেরেন্টের গুলিতে প্রাণ হারিয়েছিলেন পাঁচজন ভারতীয় সহ মোট ৫১ জন। আর এই হামলাকারীই ২০১৫-১৬ সালে ভারতে কাটিয়ে গিয়েছেন বহু সময়। তিন মাস ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি।
গোয়া, মুম্বাই এবং জয়পুরের একাধিক এলাকায় ছিলেন এই ব্রেন্টন টেরেন্ট। কিছুদিন আগেই নিউ জিল্যান্ডের পুলিস এই তথ্য জানিয়েছে। আসলে টেরেন্ট সম্পর্কে একাধিক তথ্য অনুসন্ধানে নেমেছিল পুলিস। তখনই তাঁরা জানতে পারেন, মূলত অস্ট্রেলিয়ার বাসিন্দা টেরেন্ট তিন মাস সময় ভারতে ছিলেন।
বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশগুলির একটি নিউ জিল্যান্ড। গত বছর ১৫ মার্চের ওই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসবাদী হামলা গোটা দেশকে নাড়িয়ে দেয়। নিহতদের মধ্যে ৫ ভারতীয়ও ছিলেন। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে জখমের সংখ্যাও নেহাত কম ছিল না। তবে তাঁর ভারত ভ্রমণ নিয়েই প্রশ্ন উঠছে। তাঁর গতিবিধি সম্পর্কে জানতে গিয়ে দেখা গিয়েছে তিনি বেশিরভাগই দক্ষিণ ভারতে ভ্রমণ করেছেন। গোয়াতেও ছিলেন বেশ কিছুটা সময়। মুম্বাই এবং রাজস্থানেও ঘুরে বেড়িয়েছিলেন।
ভারত এবং এই হামলাকারীর মধ্যে কোনও যোগসূত্র আছে কি না তা দেখতেই গোয়েন্দা বিভাগের অফিসাররা তদন্ত চালায়। সেই সূত্র মারফত খবর যে এখনও পর্যন্ত কোনও যোগ পাওয়া যায়নি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন