Advertisment

জঙ্গিযোগ! কড়া শাস্তির মুখে তিন সরকারি আধিকারিক

জঙ্গিযোগ প্রমাণে জম্মু ও কাশ্মীর সরকার তিন কর্মচারীকে বরখাস্ত করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhatinda Military shooting, Bhatinda army shooting, bhatinda news, punjab, army solider dead, army solider accidental firing, india news, indian express

রক্তস্নাত ভূস্বর্গ!

জঙ্গিযোগ! জম্মু ও কাশ্মীরের বরখাস্ত ৩ সরকারি আধিকারিক। জঙ্গিযোগ প্রমাণে জম্মু ও কাশ্মীর সরকার তিন কর্মচারীকে বরখাস্ত করেছে। সরকারি সূত্রে জানা গেছে, এই তিন কর্মচারী পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে কাজ করছিলেন এবং তারা সন্ত্রাসীদের সাহায্য করছিলেন। সূত্রের খবর,, এই তিন কর্মী উপত্যকায় জঙ্গি মতাদর্শ ছড়িয়ে দেওয়ায় প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহে সাহায্য করছিলেন।

Advertisment

তথ্য অনুযায়ী, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক ফাহিম আসলাম, রাজস্ব বিভাগে কর্মরত মুরওয়াত হুসেন মীর এবং পুলিশ কনস্টেবল আরশাদ আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিন জনের বিরুদ্ধেই UAPA-এর অধীনে ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা সকলেই পাক হ্যান্ডলারদের নির্দেশে কাজ করছিলেন।

প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুসারে বলা হয়েছে, আইএসআই-এর সঙ্গে এই তিন কর্মচারীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তিনজনই সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য ছিলেন। তাদের বিরুদ্ধে জোরালো প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

jammu and kashmir
Advertisment