বাণিজ্য নগরীতে তিন শতাংশ ডিভোর্সের নেপথ্যে রয়েছে ট্রাফিক জ্যাম। শনিবার এই দাবি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতা ফড়নবিশ।
Advertisment
মুম্বইয়ের রাস্তাঘাটের অবস্থা নিয়ে এ দিন কথা বলছিলেন আম্রুতা। সেখানেই তিনি দাবি করেন যে, রাস্তার অবস্থা নিয়ে তাঁর নিজের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। তিনি বলেন, 'ভুলে যান আমি দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী। আমি একজন মহিলা হিসেবে আপনাদের সঙ্গে কথা বলছি। আমার নিজের ট্রাফিক ও খারাপ রাস্তার অভিজ্ঞতা রয়েছে। কতটা সমস্যা হয়, সেটা আমি জানি।'
একইসঙ্গে দাবি করেন যে, ' যানজটের জেরে মানুষ পরিবারকে ঠিক মতো সময় দিতে পারে না। মুম্বইতে যত ডিভোর্স হয় তার ৩ শতাংশের পিছনে রয়েছে এই খারাপ রাস্তা।'
ফড়নবিশ-জায়ার মন্তব্য 'আশ্চর্যজনক' বলে তোপ দেগেছেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেড়নেকার। তিনি বলেন, 'ডিভোর্সের অনেক কারণ আগে শুনেছি। তবে, ট্রাফিকের কারণে বিচ্ছেদ, এই প্রথমবার শুনলাম।'
নাম উচ্চারণ না করলেও অম্রুতার এই যুক্তিকে কটাক্ষ করেছেন শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। তাঁর কথায়, বেঙ্গালুরুর বাসিন্দারা এই যুক্তিতে কান দেবেন না। তিনি টুইটে অম্রুতার যুক্তি নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, 'দিনের সেরা ইল-লজিকের পুরস্কার তিনিই পাবেন যিনি দাবি করেছেন যে তিন শতাংশ মুম্বইয়ের বাসিন্দার বিবাহ বিচ্ছেদ হয় ট্রাফির আর খারাপ রাস্তার কারণে। বেঙ্গালুরুর বাসিন্দারা দয়া করে এতে কান দেবেন না। আপনাদের বিয়ের পক্ষে খারাপ হতে পারে।'