Advertisment

ছত্তিশগড়ে নকশাল নাশকতা, ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৩ নিরাপত্তারক্ষী

নকশালদের বিরুদ্ধে অভিযানে সেড়ে ফিরছিলেন নিরাপত্তারক্ষীরা, সেই সময়ই তাঁদের গাড়ি লক্ষ্য করে চলে হামলা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি

নকশালদের বিরুদ্ধে অভিযানে সেড়ে ফিরছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়ই ছত্তিশগড়ে নকশালদের ভয়াবহ নাশকতায় নিহত ৩ পুলিশ কর্মী।

Advertisment
publive-image

পুলিশের এক শার্ষ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার নারায়ণপুর জেলার কাদেমেটা ও কানহাড়গাওন দিয়ে একদল নিরাপত্তারক্ষী বাসে করে ফিরছিলেন। মাঝপথেই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় নকশালরা। তাতেই লন্ডভন্ড হয়ে য়ায় বাসটি। মৃত্যু হয় ৩ নিরাপত্তারক্ষীর। গুরুতর জখম প্রায় ২০ জন।

এই নকশাল বিরোধী অভিযানে বেশিরভাগই ছিলেন পুলিশকর্মী। ছত্তিশগড় পুলিশের ডিজি ডিএম অবস্তি বলেছেন, 'এখনও পর্যন্ত বিস্ফোরণে ৩ জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। যে জঙ্গলে মাওবাদী দমন অভিযান চলছিল সেখানে যোগাযোগের কোনও সুযোগ না থাকায় ওই জায়গায় পৌঁছতে একটু দেরি হয়েছে।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Maoist naxal
Advertisment