নকশালদের বিরুদ্ধে অভিযানে সেড়ে ফিরছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়ই ছত্তিশগড়ে নকশালদের ভয়াবহ নাশকতায় নিহত ৩ পুলিশ কর্মী।
Advertisment
পুলিশের এক শার্ষ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার নারায়ণপুর জেলার কাদেমেটা ও কানহাড়গাওন দিয়ে একদল নিরাপত্তারক্ষী বাসে করে ফিরছিলেন। মাঝপথেই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় নকশালরা। তাতেই লন্ডভন্ড হয়ে য়ায় বাসটি। মৃত্যু হয় ৩ নিরাপত্তারক্ষীর। গুরুতর জখম প্রায় ২০ জন।
Three District Reserve Guard (DRG) jawans have lost their lives and a few injured in IED blast triggered by Naxals in Narayanpur district; details awaited: DGP Chhattisgarh, DM Awasthi
এই নকশাল বিরোধী অভিযানে বেশিরভাগই ছিলেন পুলিশকর্মী। ছত্তিশগড় পুলিশের ডিজি ডিএম অবস্তি বলেছেন, 'এখনও পর্যন্ত বিস্ফোরণে ৩ জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। যে জঙ্গলে মাওবাদী দমন অভিযান চলছিল সেখানে যোগাযোগের কোনও সুযোগ না থাকায় ওই জায়গায় পৌঁছতে একটু দেরি হয়েছে।'