Advertisment

বুলডোজার অভিযান অব্যাহত, নুহতে বিনা নোটিসেই গুঁড়িয়ে দেওয়া হল তিন তলা হোটেল

হরিয়ানা সরকার শনিবার নুহ এবং পালওয়াল জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবার ৮ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
haryana nuh violence, haryana violence, nuh violence, haryana clashes, haryana riots, nuh clashes, gurgaon violence, gurgaon riots, gurgaon clashes, haryana communal clashes, nuh communal clashes, nuh violence reason, nuh violence live, violence in nuh, nuh haryana, nuh haryana violence, haryana news, haryana violence, nuh news, nuh violence news, violence in haryana, gurgaon news, faridabad news, nuh violence today, haryana violence news, mewat news

দাঙ্গার জেরে নুহতে যোগীর বুলডোজার মডেল। হরিয়ানা প্রশাসন হিংসার ঘটনার পর চতুর্থ দিনের জন্য ধ্বংস অভিযান অব্যাহত রেখেছে। চতুর্থ দিনে নুহতে সাহারা ফ্যামিলি রেস্তোরাঁটি ভেঙে দিয়েছে নুহ জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, হোটেলটি বেআইনিভাবে নির্মিত হয়েছিল এবং হিংসার সময় হোটেল থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। ৩১ শে জুলাই জেলায় শুরু হওয়া সাম্প্রদায়িক হিংসা নুহ পেরিয়ে এবং গুরগাঁও এবং দক্ষিণ হরিয়ানার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের।

Advertisment

নুহ হোটেলে বুলডোজার অভিযান অব্যাহত রয়েছে। রবিবার চতুর্থ দিনের মতো হিংসা-কবলিত নুহ জেলায় বুলডোজার অভিযান চালায় জেলা প্রশাসন। শহীদ হাসান খান মেওয়াতি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে একটি তিনতলা হোটেল এবং বেশ কয়েকটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। দোকানদাররা জানিয়েছেন, কর্তৃপক্ষ গভীর রাতে এসে দখল বিরোধী অভিযান চালায়। অভিযানের বিষয়ে দোকান মালিককে নোটিশ দেওয়া হয়নি।

হরিয়ানা সরকার শনিবার নুহ এবং পালওয়াল জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবার ৮ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। হরিয়ানা সরকার আগে মোবাইল ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা স্থগিত করেছিল এবং পরে ৫ আগস্ট পর্যন্ত তা বাড়ানো হয়েছিল। শনিবার সন্ধ্যায় অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র), টি ভি এস এন প্রসাদ ইন্টারনেট পরিষেবারয় স্থগিতাদেশ বাড়ানোর নির্দেশ জারি করে।

Violence
Advertisment