Advertisment

ইজরায়েলের ‘তাণ্ডবে’ দিশাহীন হামাস-হিজবুল্লাহ, মৃত্যুমিছিলে আঁতকে উঠল তামাম বিশ্ব

ইজরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে ভয়ঙ্কর হামলা চালিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
israel, israel news, israel vs palestine, israel population, israel capital, israel war, israel war history, israel war war live, israel war news, israel palestine war, israel palestine, israel palestine conflict, israel palestine news, israel palestine map, israel palestine war update, israel palestine war news, israel palestine live, israel palestine hamas, israel hamas war, israel hamas latets news, israel hamas news, israel hamas war news, israel hamas war latest, israel hamas hostages, israel hamas war reason, hamas, hamas israel, hamas attack on israel, hamas israel war, hamas news, hamas attack"

ইজরায়েলের ‘তাণ্ডবে’, দিশাহীন হামাস-হিজবুল্লাহ, মৃত্যুমিছিলে আঁতকে উঠল তামাম বিশ্ব

আজ ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ১৭ তম দিন। ইজরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ৪,৬৫১ জনের মৃত্যু হয়েছে। যেখানে জঙ্গি সংগঠন হামাসের হামলায় ১,৪০৫ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

Advertisment

গাজায় একটি আবাসিক ভবনে ইজরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ নিরীহ প্যালেস্তাইন নাগরিক সফ অন্তত ২৬৬ জন নিহত হয়েছেন বলেই জানা গিয়েছে। সোমবার প্যালেস্তাইন মিডিয়া জানিয়েছে, গাজায় একটি আবাসিক ভবনে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩০ জন প্যালেস্তাইনি নাগরিক নিহত হয়েছেন। হামলার তীব্রতায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ধ্বংস হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত করেছে গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি বিমান হামলায় ১১৭ শিশুসহ ২৬৬ প্যালেস্তানি নাগরিক নিহত হয়েছেন।৭,অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলের দুই সপ্তাহের বোমাবর্ষণে গাজায় কমপক্ষে ৪,৬০০ জনের জন নিহত হয়েছেন।  

ইজরায়েল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়তে পারে এমন আশঙ্কার মধ্যে, ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা সোমবার ভোরে  লেবাননে দুটি হিজবুল্লাহ ঘাঁটিকে ধ্বংস করেছে।  আইডিএফ জানিয়েছে এই সকল ঘাঁটি থেকেই ইজরায়েলের দিকে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ও রকেট নিক্ষেপের পরিকল্পনা করেছিল হিজবুল্লাহ। বিশদ বিবরণ প্রকাশ না করেই হিজবুল্লাহ’র তরফে জানানো হয়েছে তাদের একজন যোদ্ধা নিহত হয়েছেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি হিজবুল্লাহ যুদ্ধে অংশ নেয় তবে এটি "দ্বিতীয় লেবানন যুদ্ধে পরিণত হবে”। এবং হিজবুল্লাহ’র এই পদক্ষেপে জন্য সংগঠনকে বড় মাসুল দিতে হবে।  

রবিবার প্রতিবেশী সিরিয়ায়, ইজরায়েলি ক্ষেপণাস্ত্র দামেস্ক এবং আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে, ফলে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এই হামলায় ২ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া। যুদ্ধের ১৭ তম দিনে ইজরায়েলি বিমান হামলা তীব্রতর করেছে।  গাজায় হামাসের ঘাঁটি, লেবাননে হিজবুল্লাহ আস্তানা লক্ষ্য করে শ’য়ে শ’য়ে রকেট লঞ্চার নিক্ষেপ করে ইজরায়েল হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে।  

ত্রাণসামগ্রী বহনকারী ১৪টি ট্রাকের দ্বিতীয় কনভয়কে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, কানাডা এবং ইতালির নেতারা প্যালেস্তাইনি চরমপন্থী সংগঠন হামাসের বিরুদ্ধে ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন। তা সত্ত্বেও, তিনি আন্তর্জাতিক আইন অনুসরণ করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইজরায়েলের প্রতি তার অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন ।

ইজরায়েল আবারও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। আইডিএফ জানিয়েছে যে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি ঘাঁটিতে আঘাত হেনেছে। যার মধ্যে একটি সামরিক কমপ্লেক্স এবং মনিটরিং পোস্টও রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি এবং ইতালির নেতারা একটি যৌথ আবেদনে সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইজরায়েলের অধিকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি এই সকল দেশ আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলারও জন্য ইজরায়েলের কাছে আবেদন জানিয়েছে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছেন যে তারা আগামী সপ্তাহে ইজরাইল  সফর করবেন।

Israel-Palestine clash
Advertisment