Advertisment

জঙ্গি অধ্যুষিত দক্ষিণ কাশ্মীরে আজ ভোট, নজরে ৭ এলাকা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দক্ষিণ কাশ্মীরের ৭টি নির্বাচনী এলাকায় ১৬টি আসনে শুক্রবার জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের তৃতীয় দফার ভোট। জম্মুতে তৃতীয় দফার ভোট রয়েছে ১৭টি আসনে। জম্মু-কাশ্মীরে গত তিন দশকে এ বারই প্রথম বয়কটের ডাক ছাড়া ভোট হচ্ছে।

Advertisment

এই নির্বাচনে প্রথম থেকেই মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের প্রথম দফার ভোটে উপত্যকায় ৪২ শতাংশ ভোট জমা পড়েছিল। তবে দ্বিতীয় দফায় সেই ভোটের হার কিছুটা কমে ৩৪ শতাংশ হয়। শুক্রবারে ১৬টি আসনের মধ্যে ৮টি আসন দক্ষিণ কাশ্মীরের। যার মধ্যে জঙ্গি অধ্যুষিত দুই জেলা সোপিয়ান ও পুলওয়ামাও রয়েছে।

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ভোটে আহামরি কিছু ভোট পড়েনি এই দুই জেলায়। এছাড়াও মধ্য কাশ্মীর থেকে চার আসন এবং উত্তর কাশ্মীর থেকে ৫ আসনে লড়াই চলছে। গত বছরের অগস্টে জম্মু-কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারানোর পরে এখানকার বিভিন্ন রাজনৈতিক দল যে ভাবে ক্ষোভ প্রকাশ করেছে, তার পরেও ভোট হয়েছে। বয়কটের ডাক না থাকলেও পুলওয়ামা জেলায় অধিকাংশ ভোটারই ঘর ছেড়ে বুথে আসেননি।

শ্রীনগর-সহ কাশ্মীরের অন্য এলাকায় বহু মানুষ সকাল থেকেই ভোটকেন্দ্রমুখী হয়েছিল। উত্তর কাশ্মীরের সংগ্রামাতে আবার ত্রিশঙ্কু লড়াই চলছে। অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান এবং কুলগাম সম্প্রতি জঙ্গি হামলায় বিধ্বস্ত হয়েছে। সেখানে এই নির্বাচন ঘিরে উত্তেজনাও রয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

jammu and kashmir
Advertisment