Advertisment

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আত্মঘাতী হামলায় মৃত্যুমিছিল, সর্বত্র হাহাকার

এখনও পর্যন্ত এই বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর খবর মিলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
birbhum dubrajpur blast

প্রতীকী ছবি।

এক দিকে আর্থিক মন্দাতে বেসামাল পাকিস্তান। আরেক দিকে একের পর এক হামলা অব্যাহত পাকিস্তান জুড়ে। এবার ভয়াবহ আইইডি বিস্ফোরণ হল বেলুচিস্তানে।

Advertisment

ভয়াবহ বিস্ফোরণ বেলুচিস্তানে। এখনও পর্যন্ত এই বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর খবর মিলেছে। নিহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। আহত হয়েছেন অজস্র মানুষ। পাকিস্তানি সংবাদপত্র ডন এ তথ্য জানিয়েছে।

বিবিসি উর্দু জানিয়েছে, বেলুচিস্তানের মাস্তুংয়ের আল ফালাহ রোডে অবস্থিত মদিনা মসজিদের কাছে বিস্ফোরণটি ঘটে। ইদ মিলাদ-উন-নবি উপলক্ষে মিছিলে অংশ নিতে শ'য়ে শ'য়ে মানুষ জড়ো হন। ঠিক সেই সময়ই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

মাস্তুংয়ের এসএসপি শোয়েব মাসুদ জানিয়েছেন পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত কোন সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

পিটিআই নেতা ইমরান ইসমাইল বিস্ফোরণের তীব্র নিন্দা করে বলেছেন, যারা 'নিরপরাধ মানুষকে হত্যা করে তারা অত্যাচারী ও সন্ত্রাসবাদী।' শুক্রবার বেলুচিস্তানের মাস্তুং জেলার একটি মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৩৪ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

pakistan
Advertisment