জি-টোয়েন্টি সম্মেলনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজধানী দিল্লি। এর মধ্যেই দিল্লি পুলিশে নতুন ৩৪টি কুকুরছানা নিয়োগ করা হয়েছে। এ ছাড়া আরও ১৩টি প্রশিক্ষিত কুকুরকে দিল্লি পুলিশে নিয়োগ করা হবে বলেই জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন এর ফলে দিল্লি পুলিশের ডফ স্কোয়াডের শক্তি প্রায় দ্বিগুণ হবে। ডগ স্কোয়াডের সদস্য সংখ্যা বেড়ে প্রায় একশো ছুঁয়ে ফেলবে। পুলিশ-সেনাবাহিনীতে ডগ স্কোয়াডের গুরুত্ব অপরিসীম।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে যে নতুন ৩৪ টি কুকুরছানাকে দিল্লি পুলিশে নেওয়া হয়েছে তাদের সবার বয়স এক বছরের কম। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি প্রশিক্ষিত কুকুর জুনের মধ্যে দিল্লি পুলিশে যোগ দেবে।
দিল্লি পুলিশের এক আধিকারিক এপ্রসঙ্গে বলেন, "বর্তমানে ডগ স্কোয়াডে বিভিন্ন বয়সের ২০ টি কুকুর রয়েছে, যার মধ্যে নয়টি ট্র্যাকার কুকুর, তিনটি মাদক সনাক্তকারী কুকুর এবং ৪০টি বিস্ফোরক সনাক্তকারী কুকুর," নতুন সদস্যদের ধরলে সংখ্যাটা বেড়ে হবে ৯৯”।
৩৪টি কুকুরছানা হরিয়ানার পঞ্চকুলা জেলার ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের বেসিক ট্রেনিং সেন্টারে (বিটিসি) ছয় মাসের একটি প্রশিক্ষণ ইতিমধ্যেই সেরে ফেলেছে। প্রশিক্ষণে তাদের কীভাবে দ্রুত এবং দক্ষতার সঙ্গে বিস্ফোরক বা বোমা ট্র্যাক করতে হয় সে সম্পর্কে তাদের শেখানো হয়েছে। ৩৪টি নতুন কুকুরছানার মধ্যে রয়েছে জার্মান শেফার্ড, বেলজিয়ান ম্যালিনোইস, ল্যাব্রাডর এবং গোল্ডেন রিট্রিভার।