দেশের করোনা-গ্রাফ প্রতিদিন ওঠানামা করছে৷ তবে স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কমার পাশাপাশি কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও৷ দেশে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০ জন৷ তবে কেন্দ্রকে উদ্বেগে রেখেছে কেরল ও মহারাষ্ট্রের সংক্রমণ পরিস্থিতি৷
দেশে করোনা হানা জারি৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৩৪ হাজার ৪৫৭ জন৷ একদিনে দেশে করোনার বলি আরও ৩৭৫৷ নেমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা৷ সংক্রমণের বিদ্যুৎ গতি জারি দক্ষিণের রাজ্য কেরলে৷ গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরলেই নতুন করে ২০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৯৯ জনের৷ এরই পাশাপাশি মহারাষ্ট্রেও একদিনে নতুন করে করোনায় কাবু ৪ হাজার ৩৬৫ জন, মৃত্যু হয়েছে ১০৬ জনের৷ দেশে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪। দেশে এখনও পর্যন্ত প্রায় ৫৭ কোটি ৬১ হাজারেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আরও পড়ুন- তালিবানদের থেকে শিশুদের বাঁচাতে মায়েরা তাদের ছুঁড়ে দিচ্ছেন, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়, নিন্দায় নেটিজেনরা
করোনার তৃতীয় ধাক্কার মোকাবিলায় জোরদার তৎপরতা কেন্দ্রের৷ এই আবহে শুক্রবারই ১২ বছরের ঊর্ধ্বে থাকা কিশোর-কিশোরীদের জন্য জাইডাস-ক্যাডিলার ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এবার থেকে ১২ বছরের ঊর্ধ্বে থাকা প্রত্যেককে জাইডাস-ক্যাডিলার ভ্যাকসিন দেওয়া যাবে৷ এই সংস্থার তৈরি জইকোভ-ডি ভ্যাকসিনটি নিয়ে আশার আলো দেখছে ভারত৷
জাইডাস ক্যাডিলার এই টিকা ছাড়পত্র পাওয়ায় এই মুহূর্তে দেশে মোট ছ'টি সংস্থা ভ্যাকসিন দেওয়ার জায়গায় পৌঁছেছে। সর্বপ্রথম দেশে পুণের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড দেওয়া শুরু হয়েছিল৷ তারপর ভারত বায়োটেক ও আইসিএমআর-এর তৈরি কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার৷ পরবর্তী সময়ে রাশিয়ার স্পুটনিক ভি, আমেরিকার মর্ডানা ও জনসন অ্যান্ড জনসনকেও টিকা প্রয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে৷
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন