/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/accident-759.jpg)
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। প্রতীকী ছবি।
তীর্থযাত্রা করতে গিয়ে পবিত্র তীর্থস্থান মক্কাতে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৫ জন তীর্থযাত্রী, সৌদি আরব কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। সৌদি আরব পরিচালিত প্রেস সংস্থা বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে, এছাড়াও এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সৌদি আরবের ওই সংবাদ সংস্থা পুলিশের বিবৃতিকে উদ্ধৃত করে জানায়, মক্কা থেকে মদীনা যাওয়ার সংযোগস্থলে সন্ধ্যে সাতটা নাগাদ এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্থ বাসটির যাত্রীরা সবাই বিদেশি এবং তাঁরা এশিয়া ও কয়েকটি আরব দেশের বাসিন্দা বলে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর। যদিও এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।
এই ঘটনায় শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে নিহতদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন তিনি।
Anguished by the news of a bus crash near Mecca in Saudi Arabia. Condolences to the families of those who lost their lives. Praying for a quick recovery of the injured.
— Narendra Modi (@narendramodi) October 17, 2019
সূত্রের খবর, ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল তা নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, ইসলাম ধর্মাবলম্বীরা মক্কায় তীর্থযাত্রা করতে আসেন এবং এই হজ যাত্রা তাঁদের ধর্মের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক বলেই বিবেচিত। মক্কায় কাবাঘরকে কেন্দ্র করে তাঁরা দিনে পাঁচ বার করে নমাজও পড়েন। সারা বছরই তাই মক্কায় হজযাত্রীদের ভিড় লেগেই থাকে। কিন্তু এই দুর্ঘটনায় কার্যত শঙ্কিত উপস্থিত তীর্থযাত্রীরা, এমনটাই জানা গিয়েছে।
Read the full story in English