Advertisment

জঙ্গি থেকে হোমগার্ড, ৩৬ জনের হাতে নিয়োগপত্র

বিভিন্ন সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিলেন ওঁরা। পরে ফিরে আসেন সমাজের মূল স্রোতে। এমন ৩৬ জনকে রাজ্য পুলিশের হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
kamtapuri

জঙ্গি সংগঠনে নাম লেখানো ৩৬ জন যুবককে রাজ্য পুলিশের হোমগার্ড পদে নিযুক্ত করা হল। (ফোটো- ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা)

একসময়ে ওঁরা ছিলেন জঙ্গি। আজ থেকে তাঁদের দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করা। সমাজের মূল স্রোতে ফিরে আসা জঙ্গি সংগঠনে নাম লেখানো ৩৬ জন যুবককে রাজ্য পুলিশের হোমগার্ড পদে নিযুক্ত করা হল। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে জঙ্গি হয়ে যাওয়া ওই যুবকদের হাতে  বৃহস্পতিবার উত্তরকন্যায় নিয়োগপত্র তুলে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

বিভিন্ন সময়ে জলপাইগুড়ি বানারহাট আলিপুরদুয়ার কোচবিহার সহ বিভিন্ন এলাকা থেকে এই যুবকেরা বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম লিখিয়েছিল। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর জঙ্গি সংগঠনের নাম লেখানো যুবকদের সমাজের মূল স্রোতে ফেরার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পরিবর্তে তাঁদের চাকরি দেওয়ার আশ্বাস দেন। সেই মতো অনেকেই সমাজের মূল স্রোতে ফেরার ইচ্ছা প্রকাশ করেন প্রশাসনের কাছে। ধীরে ধীরে তাঁদের অনেকেই সমাজের মূল স্রোতে ফিরে আসেন।

আরও পড়ুন, অসম থেকে যাতে কেউ না ঢোকে, নজর রাখতে বললেন মমতা

অন্যদিকে, চা বাগানের সমস্যা সমাধানে বিশেষ তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব মলয় দের নেতৃত্বে এই কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। চা-বাগানের সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই কমিটি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় বৃহস্পতিবার বিভিন্ন দফতরের মন্ত্রী, আমলা এবং চা বাগান এলাকার নেতাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, শুধুমাত্র ভোট পাওয়ার জন্যই বছরখানেক আগে সমস্ত চা বাগান অধিগ্রহণের কথা জানিয়েছিল কেন্দ্র। বৈঠক শেষে তিনি দ্রুত চা বাগান সমস্যার সমাধানের নির্দেশ দেন বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী জানান, চা বাগান সমস্যার স্থায়ী সমাধানে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।এই কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে। সেই অনুযায়ী  সমস্যার সমাধানে কাজ হবে।

Mamata Banerjee district news
Advertisment