Advertisment

মাঝ সমুদ্রে ভয়াবহ দুর্ঘটনা…! ৪ ভারতীয় সহ নিখোঁজ ১৩

গ্রিক কোস্টগার্ড সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"greece, greece news, greece ship drowns, Greek island, Lesbos, Lesbos island, Lesbos news, Lesbos ship drown, todays news, india news, world news

গ্রিক কোস্টগার্ড সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গ্রিস উপকূলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি কার্গো জাহাজ। রবিবার (২৬ নভেম্বর) ১৪ জন ক্রু নিয়ে মাঝসুমুদ্রে ডুবে যায় জাহাজটি।

Advertisment

গ্রিক কোস্টগার্ড সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে এখনও ১৩ জন। হেলিকপ্টারের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে আরও একজনকে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।

মিশরের একটি বন্দর থেকে রওনা দেয় জাহাজটি । গন্তব্য ছিল ইস্তাম্বুল। লেসবস দ্বীপের কাছাকাছি পৌঁছালে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। সেই সঙ্গে উত্তাল আবহাওয়ার কারণে সাহায্যের জন্য বার্তা পাঠায় জাহাজের ক্রুরা। তবে সহায়তা পৌঁছানোর আগেই ডুবে যায় জাহাজ। জাহাজে থাকা ক্রুদের মধ্যে আটজন মিসরীয়। বাকিরা সিরিয়া ও ভারতের নাগরিক। কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ৪ ভারতীয়সহ ১৩ জন এখনও নিখোঁজ! স্থানীয় কোস্টগার্ডের কর্মীরা জানান, দুটি হেলিকপ্টার সহ আটটি জাহাজ এবং একটি গ্রীক যুদ্ধজাহাজ বর্তমানে নিখোঁজ জাহাজটির সন্ধান করছে।

জানা গিয়েছে যে জাহাজটিতে চারজন ভারতীয়, দুইজন সিরিয়ান এবং মিশরীয় বংশোদ্ভূত আটজন সহ মোট ১৪ জন ক্রু ছিলেন। সূত্রের খবর, সাগরে উত্তাল আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে যায়। 'র‌্যাপ্টর' নামের জাহাজটি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে ৬ হাজার টন লবণ নিয়ে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছিল। যাত্রাপথে গতকাল সকাল ৭টা নাগাদ জাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এটি লক্ষ্য করে, কর্মীরা অবিলম্বে নিকটবর্তী স্টেশনে একটি দুর্যোগ সংকেত পাঠায়। কিছুক্ষণ পর, অর্থাৎ সকাল ৮.২০ মিনিটে উদ্ধারকারী দলের সদস্যরা এসে পৌঁছায়। তার আগেই মাঝসমুদ্রে ডুবে যায় জাহাজটি।

একজন মিশরীয় নাগরিককে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, উদ্ধারকারী দল জানিয়েছে, প্রবল বাতাস সহ সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে। দুটি হেলিকপ্টার সহ আটটি জাহাজ এবং একটি গ্রীক যুদ্ধজাহাজ বর্তমানে বিধ্বস্ত জাহাজটির সন্ধান করছে।

accident Greece
Advertisment