Advertisment

বিজেপি শাসিত রাজ্যে পরপর গণপিটুনি, মৃত ৪, রাজ্য জুড়ে উদ্বেগ চরমে, কড়া বার্তা পুলিশ-প্রশাসনের

ঘটনায় অস্বস্তিতে পুলিশ-প্রশাসন

author-image
IE Bangla Web Desk
New Update
4 lynchings in a month in Assam, DGP tells team to act ‘irrespective of caste, creed, religion’

অসমে দুটি পৃথক ঘটনায় বৃহস্পতিবার ভোরে দু'জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জানা গিয়েছে চুরির সন্দেহে তাদের পিটিয়ে মারা হয়েছে। একটি ঘটনায়, বছর ৪৫-এর মজিবুল হক, ছাগল চুরির চেষ্টা করেন বলে অভিযোগ। তাকে দারাং জেলার এক গ্রামে পিটিয়ে মারে উত্তেজিত জনতা। অন্যটিতে, ২৭ বছর বয়সী বিনোদ ব্রহ্মাকে চুরির করার চেষ্টা করার সন্দেহে পিটিয়ে খুন করা হয়।

Advertisment

বৃহস্পতিবার বিকেলে, দারাং পুলিশ বলেছে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিনোদ ব্রহ্মাকে পিটিয়ে মারার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে চলছে জোর তল্লাশি।

দুটি হত্যাকাণ্ডের ঘটনায় অস্বস্তিতে পুলিশ-প্রশাসন। মাত্র দিন কয়েক আগেই ১২আগস্ট গরু চুরির অভিযোগে হিফজুর রহমানকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে একদল লোকের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে ২৪ জুলাই, মরিগাঁও জেলায় সাদ্দাম হুসেন নামে এক ব্যক্তিকে গরু পাচারের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনায় গ্রেফতার হন ৫জন।

মাত্র এক মাসের মধ্যে চারটি পিটিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে ডিজিপি জি পি সিং বলেছেন যে এখন পর্যন্ত সব অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই "আইনসম্মত ব্যবস্থা নেওয়া হয়েছে"।তিনি বলেন, “আমি এসপিদের নির্দেশ দিয়েছি জাতি, ধর্ম, ধর্ম নির্বিশেষে এই জাতীয় প্রতিটি ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। আইন লঙ্ঘন একটি উদ্বেগের বিষয়… আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ার আবেদন রেখেছি। এই ধরনের সমস্ত ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ-প্রশাসন বদ্ধপরিকর।

Assam
Advertisment