New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/cats-37.jpg)
নাটকীয় অপহরণের পর খুন! রেহাই মিলল না আট্মাসের শিশুকন্যারও
আমেরিকায় অপহৃত চার প্রবাসী ভারতীয়'র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ক্যালিফোর্নিয়ায় এই ঘটনায় শোকের ছায়া! নিহতদের মধ্যে এক দম্পতি, তাদের আট বছরের মেয়ে এবং মেয়েটির কাকা।
Advertisment
সন্দেহ করা হচ্ছে অপহরণকারীরাই চারজনকেই হত্যা করেছে। গত সোমবার, আমেরিকার ক্যালিফোর্নিয়ার মার্সেড শহরে ভারতীয় বংশোদ্ভূত জসদীপ সিং (৩৬), তার স্ত্রী জসলিন কৌর (২৭), তাদের আট মাস বয়সী মেয়ে আরুহি এবং জসদীপের ভাই আমনদীপ সিং (৩৯) কে অপহরণ করা হয়। ক্যালিফোর্নিয়ার একটি বাগান থেকে চারজনকেই মৃত অবস্থায় উদ্ধার করেছে সেদেশের পুলিশ।
মার্কিন পুলিশ গতকাল অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।