কেরলে বড়সড় দুর্ঘটনা। কোচি বিশ্ববিদ্যালয়ে একটি সঙ্গীত অনুষ্ঠান চলাকালীন পদপৃষ্ট হয়ে চার ছাত্রের মৃত্যু হয়েছে। অনুষ্ঠানের চলাকালীন হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে ছাত্ররা আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি শুরু করে এর ফলেই ঘটে গিয়েছে মারাত্মক এই দুর্ঘটনা। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। তাদের সকলের চিকিৎসা চলছে।
কেরালার কোচি ইউনিভার্সিটিতে (CUSAT) একটি মিউজিক কনসার্ট চলাকালীন পদপৃষ্ট হয়ে চার ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬০ জনেরও বেশি ছাত্রের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের মিউজিক কনসার্ট চলাকালীন ঘটে যায় মারাত্মক এই দুর্ঘটনা। ক্যাম্পাসের উন্মুক্ত অডিটোরিয়ামে এই অনুষ্ঠান চলছিল। সেখানে কমপক্ষে ২ হাজারের বেশি ছাত্রের জমায়েত হয়।
খোলামেলা অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় যার ফলেই ছাত্রদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মৃত চার পড়ুয়ার মধ্যে ২ জন ছাত্র এবং ২ ছাত্রী রয়েছেন। আরওতিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভিড়ের মাঝে অজ্ঞান হয়ে পড়েন আরও ১৫ পড়ুয়া।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। এদিনই ছিল বিশ্ববিদ্যালয়ে টেক ফেস্টের শেষ দিন। বর্তমানে পুরো ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনায় খবর পেয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে পৌঁছায়। দ্রিত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শঙ্কর জানিয়েছেন, টেক ফেস্টের অনুষ্ঠানে দুর্ভাগ্যবশত ভিড় অনেক বেশি হয়ে গিয়েছিল এবং মাঝপথে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি থেকে বাঁচতে দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যায় কয়েকজন শিক্ষার্থী। অনুষ্ঠানে ২ হাজারের বেশি পড়ুয়া উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে কোচি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর প্রমোদ বলেছেন যে একই গেট থেকে প্রবেশ এবং প্রস্থানের কারণে এই পদপৃষ্টের ঘটনা ঘটেছে। ছাত্ররা যে গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিল, সিঁড়িগুলো বেশ খাড়া। এমনাবস্থায় অনেক শিক্ষার্থী নিচে ভিড়ের কবলে পড়ে।