দৈনিক সংক্রমণ ঘিরে উদ্বেগ, দেশে একদিনে আক্রান্ত প্রায় ৪১ হাজার

ভারতের করোনা পরিসংখ্যান ক্রমশ চিন্তা বাড়ছে।

ভারতের করোনা পরিসংখ্যান ক্রমশ চিন্তা বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India reported 34,403 new Covid cases on 17 september, 2021

ফাইল চিত্র

ভারতের করোনা পরিসংখ্যান ক্রমশ চিন্তা বাড়ছে। ২৮ নভেম্বরের পর থেকে দেশে দৈনিক সংক্রমণের রেকর্ড বৃদ্ধি ঘটল। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ৪০ হাজার ৯৫৩ জন। একদিনে সুস্থতার হার পজিটিভের তুলনায় অনেকটাই নিম্নমুখী। শুক্রবার করোনাজয়ীর সংখ্যা ২৩ হাজার ৬৫৩ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগী রয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ৩৯৪ জন।

Advertisment

এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লক্ষ ৫৫ হাজার ২৮৪ জন। সুস্থ হয়েছেন মোট ১ কোটি ১১ লক্ষ ৭ হাজার ৩৩২ জন। মোট মৃত লক্ষ ৫৯ হাজার ৫৫৮ জন।

Advertisment

দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। এ রাজ্যে একদিকে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার। করোনার গ্রাফ নিয়ে উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক। মধ্যপ্রদেশ, তামিলনাড়ুতেও বাড়ছে সংক্রমণ। এই দুই রাজ্যেই দৈনিক পজিটিভের হার হাজারের বেশি। ঝাড়খণ্ডেগত দু'মাসের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা এই প্রথম দু'অঙ্কে পৌঁছাল।

করোনার হার বৃদ্ধি রোধে রাজ্যগুলোতে কোভিড বিধি বলবতে জোর দিয়েছে কেন্দ্র। মাস্ক পড়া, সামাজিক দূরত্ব মেনে তলার উউপর গুরুত্ব আরোপ করতে বলা হয়েছে। বিভিন্ন রাজ্যের একাধিক শহরে নাইট কার্ফু জারি, নিয়ন্ত্রণবিধি লাগু হয়েছে। মহারাষ্ট্র সরকার বেসরকারি সংস্থাগুলোকে (স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বাদে) ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের নির্দেশ দিয়েছে। মানুষ সচেতন না হলে লকডাউনই একমাত্র বিকল্প বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona India Corona