Advertisment

'দুয়ারে রেশন' প্রকল্পে ৪২ হাজার চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

'দুয়ারে রেশন প্রকল্প আমাদের গর্ব, বাংলার এই প্রকল্প নকল করছে অন্য রাজ্য', প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে এমনই বলেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
42 thousand job will be create by Duare Ration project in bengal, said Cm Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'দুয়ারে রেশন' প্রকল্পের আওতায় এবার রাজ্যে আরও ৪২ হাজার চাকরির সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁরই স্বপ্নের প্রকল্প 'দুয়ারে রেশন'-এর আনুষ্ঠানিক সূচনা হয়। বাংলার এই প্রকল্প গোটা দেশ মডেল করেছে বলে সওয়াল মুখ্যমন্ত্রীর। 'দুয়ারে রেশন আমাদের গর্ব। বাংলার প্রকল্প নকল করছে অন্য রাজ্য।' প্রকল্পর আনুষ্ঠানিক সূচনা পর্বে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর।

Advertisment

একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে 'দুয়ারে রেশন' প্রকল্পের ধারণা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফেরার পর রাজ্যজুড়ে এই প্রকল্পের পরীক্ষামূলক অভিযান শুরু করে দেন মুখ্যমন্ত্রী। আজ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল মুখ্যমন্ত্রীর হাত ধরেই। তাঁর স্বপ্নের এই প্রকল্পকে মডেল করেছে অন্য রাজ্য। এদিন এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'বাংলার প্রকল্পকে গোটা দেশে মডেল করা হয়েছে। বাংলার প্রকল্প নকল করছে। বাংলাই মডেল। দুয়ারে রেশন প্রকল্প আমাদের গর্ব।'

এরপরেই 'দুয়ারে রেশন' প্রকল্পকে কেন্দ্র করে রাজ্য বিপুল কর্মসংস্থানের সুযোগের ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রকল্পের আওতায় গোটা রাজ্যে আরও ৪২ হাজার চাকরির সুযোগ হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ঠিক কীভাবে মিলবে এই চাকরির সুযোগ? মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রেশন ডিলাররা দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার কাজে ২ জন কর্মীকে নিয়োগ করতে পারবেন। কর্মী পিছু ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। সেই বেতনের অর্ধেক টাকা দেবে রাজ্য সরকার। বাকি অর্ধেক টাকা দিতে হবে রেশন ডিলারকে। রেশন ডিলারদের নিয়োগ করা দুই কর্মীর বেতনের অর্ধেক অর্থাৎ ১০ হাজার টাকা দেবে রাজ্য সরকার। বাকি ১০ হাজার টাকা দিতে হবে রেশন ডিলারকে।

দুয়ারে রেশন প্রকল্পে শুরু থেকেই বাড়তি কর্মী নিয়োগের দাবি তোলে ডিলারদের সংগঠনগুলি। তবে ডিলারদের একাংশের সেই দাবি উড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, 'বিনামূল্যে রেশন দেয় রাজ্য সরকার। রেশন ডিলারদের লোক নিয়োগ করা সম্ভব নয়। রেশন দোকানের ডিলার গরিব নয়।' তবে এক্ষেত্রে রেশন ডিলারদের বাড়তি সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, 'দুয়ারে রেশন প্রকল্পে কমিশন পাবেন ডিলাররা। কুইন্টাল প্রতি কমিশন বৃদ্ধি হবে। ডিলাররা নিজের গাড়িতে রেশন পৌঁছোলে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। দুয়ারে রেশনের জন্য ২১ হাজার গাড়ি লাগবে রাজ্যের।'

আরও পড়ুন- খোদ বিধানসভাতেই পা ভাঙার হুমকি মিহিরকে, উদয়নকে থামাতে আসরে অধ্যক্ষ

এই প্রকল্পের আওতায় কীভাবে মিলবে রেশনপণ্য? এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, '১০ কোটির বেশি মানুষ বাড়িতে বসে নির্দিষ্ট দিনে রেশন পাবেন। ৫০০ মিটার অন্তর দুয়ারে রেশনের গাড়ি দাঁড়াবে। গাড়ি থেকে গিয়ে রেশন নিয়ে আসতে হবে। এসএমস করে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। দুয়ারে রেশন প্রকল্পে পাড়ায় পাড়ায় পৌঁছোবেন ডিলাররা।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee West Bengal job CM Mamata
Advertisment