তামিলনাড়ুর ৪৩ জন মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা। সেই সঙ্গে ৬টি নৌকা বাজেয়াপ্ত করেছে দ্বীপরাষ্ট্রের নৌসেনা কর্মীরা। রবিবার রামেশ্বরমের আধিকারিকরা এই খবর জানিয়েছেন।
মৎস্যজীবীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে তামিলনাড়ুর মৎস্যজীবীদের সংগঠন। তারা জানিয়েছে, মুক্তি না দিলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালে যাবেন মৎস্যজীবীরা।
জানা গিয়েছে, মৎস্যজীবীরা গতকাল, ১৮ ডিসেম্বর উপকূল থেকে রওনা দেন গভীর সমুদ্রে। বঙ্গোপসাগরে ৫০০টি নৌকা নিয়ে তাঁরা যাত্রা শুরু করেন। কাটচাটভালু দ্বীপের কাছে তাঁরা মাছ ধরছিলেন। কিন্তু সেই সময় ৪৩ জনকে গ্রেফতার করা হয় এবং ছটি নৌকা আটক করা হয়। জানিয়েছে মৎস্য দফতর।
আরও পড়ুন আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে, মানবাধিকার নিশ্চিত করাই লক্ষ্য: জয়শঙ্কর
এদিন গ্রেফতারের পর মৎস্যজীবীদের কাঙ্গেসান্থুরাই শিবিরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রামনাথপুরমের সাংসদ কে নাভাস কানি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং আবেদন করেন যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে মৎস্যজীবীদের মুক্তির জন্য পদক্ষেপ করে ভারত সরকার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন