Advertisment

গত তিন বছরে ৪৩৬ সেনা-জওয়ান আত্মঘাতী, চমকে ওঠার মত পরিসংখ্যান পেশ সরকারের  

সিআরপিএফ এবং বিএসএফ-এর মতো ছয়টি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে মোট শূন্যপদের সংখ্যা ৮৪,৮৬৬টি।

author-image
IE Bangla Web Desk
New Update
"CAPF suicide data, Central Armed Police Force suicide data, government on CAPF suicides, Assam Rifles suicide data, CRPF suicide data, Government data on jawans suicide, BSF suicide data, Ministry of Home Affairs data on Armed forces suicide, indian military suicide data, india news indian express

গত তিন বছরে ৪৩৬ জন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন। চমকে দেওয়ার মত তথ্য সামনে আনল সরকার।ভারতীয় নিরাপত্তা বাহিনীতে সিআরপিএফ এবং বিএসএফ জওয়ানদের ‘দায়িত্ব’ ও কর্তব্যকে সব সময়েই কুর্নিশ জানিয়ে এসেছে দেশবাসী। সিআরপিএফ এবং বিএসএফ –এর জওয়ানরা দেশ তথা সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই একটি বড় আপডেট সামনে এনেছেন। যাতে তিনি বলেছিলেন যে গত তিন বছরে সিআরপিএফ এবং বিএসএফের মতো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মোট ৪৩৬ জন সদস্য আত্মঘাতী হয়েছেন।

Advertisment

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাই রাজ্যসভায় বলেছেন যে এটি বন্ধ করতে বিভিন্ন স্তরে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাসঙ্গিক ঝুঁকিগুলিকে চিহ্নিত করার পাশাপাশি তা প্রতিরোধের জন্য প্রতিকারমূলক ব্যবস্থার পরামর্শ দেওয়ার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

কর্মী ও অফিসারদের মধ্যে সমন্ব্য সাধন পাশাপাশি কাজের সময় এবং বিশ্রামের সময়  তাদের পোস্টিংয়ের জায়গা ইত্যাদি নানা বিষয় খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। এক প্রশ্নের উত্তরে, তিনি বলেছিলেন যে CAPF, আসাম রাইফেলস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) দ্বারা প্রদত্ত তথ্য অনুসারে, ২০২২ সালে ১৩৫ জন, ২০২১ সালে ১৫৭ জন এবং ২০২০ সালে ১৪৪ জন সেনাকর্মী আত্মঘাতী হয়েছিলেন।

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ৮৪হাজারের বেশি শূন্যপদ: সরকার

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বুধবার রাজ্যসভায় জানিয়েছিলেন যে সিআরপিএফ এবং বিএসএফ-এর মতো ছয়টি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে মোট শূন্যপদের সংখ্যা ৮৪,৮৬৬টি। তিনি বলেন যে গত পাঁচ মাসে সিএপিএফ-এ ৩১,৭৮৫ জন কর্মী নিয়োগ করা হয়েছে।

Indian army BSF Defence Ministry
Advertisment